নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে শোনা যায় ‘রাম রাম’ ধ্বনি। শুধু তাই নয়, রীতি মতো হুমকির সুর শোনা যায় মিছিলে থাকা ব্যক্তিদের মুখে। এই ঘটনায় বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়কে দেখা গেলেও, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এ বিষয়ে প্রশ্ন তুলেছিল একাংশ। কিন্তু সোমবার রাতেই তৎপর হয় দিল্লি পুলিশ। ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার অভিযোগে মঙ্গলবার অশ্বিনী উপাধ্যায় সহ মোট ৬ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
আজ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির বিজেপির প্রাক্তন মুখপাত্র তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় ছাড়া বাকিরা হলেন বিনোদ শর্মা, দীপক সিং, দীপক, বিনীত ক্রান্তি ও প্রীত সিং। তাঁদের বিরুদ্ধে ‘হেট স্পিচ’ বা উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এই মিছিলের অনুমতি দেয়নি, তা সত্ত্বেও এই মিছিল হয়েছে যন্তর মন্তরে। এই মিছিলে অভিনেতা তথা বিজেপি নেতা গজেন্দ্র চৌহান ছিলেন বলেও জানা গিয়েছে, তবে তাঁকে ভিডিয়োতে দেখা যায়নি। এই স্লোগানের দায় অস্বীকার করেছেন অশ্বিনী উপাধ্যায়। তিনি জানিয়েছেন, তিনি এই মিছিলের বিষয়ে কিছুই জানেন না।
সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে একদল ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘হিন্দুস্থান মে রহনা হোগা তো জয় শ্রী রাম কহেনা হোগা (ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে)।’ এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। এরপরই দিল্লি পুলিশের তরফে বিনা অনুমতিতে মিছিল ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়ার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়। ভিডিয়োটিতে যাদের দেখা গিয়েছে, তাদের চিহ্নিতকরণ করে পুলিশ। আরও পড়ুন: ভারতে এবার বিদেশিরাও নিতে পারবেন ভ্যাকসিন