Road Accident: মন্দিরে যেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬, আহত ১৬

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 05, 2023 | 12:06 PM

Karnataka: পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের গোকাক ও রামদুর্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই অপর এক জনের মৃত্যু হয়েছে।

Road Accident: মন্দিরে যেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬, আহত ১৬
প্রতীকী ছবি

Follow Us

বেঙ্গালুরু: পিক আপ ভ্যানে চড়ে কর্নাটকের সাভাদাত্তি শহরের মন্দিরে যাচ্চিলেন পুণ্যার্থীরা। কর্নাটকের বেলাগাভি জেলার হালকুন্দা গ্রাম থেকে ওই ভ্যানে চড়ে যাচ্ছিলেন তাঁরা। প্রায় ২৩ জন সাভাদাত্তির মন্দিরে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। যাওয়ার সময়ই ঘটে দুর্ঘটনা। যাওয়ার পথে ওই পিক আপ ভ্যান ধাক্কা মারে রাস্তার ধারে থাকা গাছে। এর জেরে ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এবং ১৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের গোকাক ও রামদুর্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই অপর এক জনের মৃত্যু হয়েছে। আহতদের এখনও চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলেরই বাড়ি বেলাগাভির হালকুন্দা গ্রামে। তাঁদের নাম হনুমাপ্পা (২৫), দীপা (৩১), কুমারী সবিতা (১১), মারুতি (৪২) এবং ইন্দ্র (২৪)। অপর এক মৃতের পরিচয় জানা যায়নি।

ঘটনা নিয়ে পুলিশ সুপার সঞ্জীব পাটিল বলেছেন, “হালকুন্দ গ্রাম থেকে পুণ্যার্থীরা সাভাদাত্তির ইল্লেমা মন্দিরে যাচ্ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই গাড়িটি রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। অপর এক মহিলাকে গোকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনা নিয়ে কাডাকোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় আহত ১৬ জনের অবস্থা এখন স্থিতিশীল।”

এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের লোকেদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এক টুইটে তিনি লিখেছেন, “দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছে। আমি বিষয়টি নিয়ে অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছি। সকালে বিষয়টি নিয়ে কথাও বলেছি। কী করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

Next Article