৬ নতুন প্রজাতির টিকটিকির খোঁজ মিলল ভারতে, কোথা থেকে পাওয়া গেল

Aug 02, 2024 | 7:28 PM

New Lizard: এই প্রজাতিগুলি আবিষ্কার করা হয় গত জুলাই মাসে। WII-এর তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে উত্তর-পূর্ব ভারত থেকে গেকোর ছ'টি নতুন প্রজাতির আবিষ্কার জীববৈচিত্র্য নজির তৈরি করেছে।

৬ নতুন প্রজাতির টিকটিকির খোঁজ মিলল ভারতে, কোথা থেকে পাওয়া গেল

Follow Us

নয়া দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি যেভাবে বিস্তার কমাচ্ছে, তাতে অনেক প্রজাতিই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে এসেছে সুখবর। ভারতের মাটিতে মিলল টিকটিকির নতুন প্রজাতি। ইতিমধ্যেই সেই আবিষ্কার নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টিকটিকির ছ’টি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। গবেষকরা এর জন্য প্রচুর প্রশংসা পাচ্ছেন।

দেরাদুনের ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া (ডব্লিউআইআই)’, অশোকা ট্রাস্ট ফর রিসার্চ অ্যান্ড ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী ও গবেষকরা টিকটিকির অনেক প্রজাতি আবিষ্কার করেছেন। ভারতে হওয়া এই আবিষ্কারের কথা সম্প্রতি জার্মানিতে প্রকাশিত একটি প্রকৃতি গবেষণা সংস্থার জার্নালে প্রকাশ পেয়েছে।

অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে দুটি নতুন প্রজাতির গেকো পাওয়া গিয়েছে। এছাড়াও মণিপুর এবং মিজোরামে একটি করে প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এই প্রজাতিগুলি আবিষ্কার করা হয় গত জুলাই মাসে। WII-এর তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে উত্তর-পূর্ব ভারত থেকে গেকোর ছ’টি নতুন প্রজাতির আবিষ্কার জীববৈচিত্র্য নজির তৈরি করেছে।

এই আবিষ্কারের প্রশংসা করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। সোশ্যাল মিডিয়ায় সেই আবিষ্কারের কথা জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এই প্রজাতি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে।

Next Article