Physical Assault: হাউস পার্টিতে উদ্দাম বেলাল্লাপনা, ‘বিশেষ’ বন্ধুই কি না শেষে এই কাজ করল যুবতীর সঙ্গে…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 02, 2023 | 1:46 PM

Molestation: যুবতী তাঁর ফ্ল্যাটে বন্ধুদের জন্য পার্টি দেয়। কলেজেরই বেশ কিছু পড়ুয়া উপস্থিত ছিল ওই পার্টিতে। হঠাৎ সঙ্গী-সাগরেদদের নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবক। যুবতী দরজা খুলতেই তাঁরা ঘরে ঢোকার চেষ্টা করে। পরে যুবতীই তাঁদের ঢুকতে দেন। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা।

Physical Assault: হাউস পার্টিতে উদ্দাম বেলাল্লাপনা, বিশেষ বন্ধুই কি না শেষে এই কাজ করল যুবতীর সঙ্গে...
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়ডা:  নিজের ফ্ল্যাটেই হাউস পার্টি দিয়েছিলেন প্রথম বর্ষের আইনের ছাত্রী। আমন্ত্রিত ছিল কলেজের বন্ধুরা। চলছিল বেজায় হই-হুল্লোড়। হঠাৎ বাজল বেল। দরজা খুলতেই দেখলেন, সহপাঠী এক যুবক দাঁড়িয়ে। কিন্তু এর তো আসার কথা ছিল না। আগেরদিনই তুমুল ঝগড়া হয়েছিল দুজনের মধ্যে। ইতস্তত করেও শেষে ওই বন্ধুকে ঘরে ঢুকতে দিয়েছিলেন যুবতী। সেটাই বড় ভুল হয়ে দাঁড়াল। নিজের পার্টিতেই সহপাঠীর হাতে যৌন হেনস্থার শিকার হলেন যুবতী। তাও আবার একজন নয়, অভিযুক্ত যুবকের সঙ্গে ছিল আরও পাঁচ যুবক। তাঁরাও যৌন হেনস্থা করে যুবতীকে। মারধর করা হয় পার্টিতে উপস্থিত অন্যান্য সহপাঠীদেরও।

ঘটনাটি ঘটেছে দিল্লি সংলগ্ন নয়ডায়। জানা গিয়েছে, প্রথম বর্ষের আইনের পড়ুয়া এক যুবতীকে তাঁর বাড়িতে রাখা পার্টিতে গিয়েই যৌন হেনস্থা করে প্রথম বর্ষেরই এক পড়ুয়া। তাঁকে এই ঘৃণ্য কাজে মদত দেয় আরও পাঁচজন। নিগৃহীত যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছয়জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিগৃহীত ওই যুবতী ও মূল অভিযুক্ত নয়ডার একটি কলেজে একসঙ্গে পড়েন। গত ২৯ অক্টোবর তাদের মধ্যে বচসা হয়। ধীরে ধীরে তা গালিগালাজ, মারধরের পর্যায়ে পৌঁছয়। পরে যুবতীর দাদা ও দিদি এসে তাঁকে অভিযুক্তের হাত থেকে বাঁচায়। ওই মারধরের ঘটনা নিয়ে তাঁরা কোনও অভিযোগ দায়ের করেননি পুলিশে।

পরেরদিনই নয়ডার সেক্টর-১৩৭-এ যুবতী তাঁর ফ্ল্যাটে বন্ধুদের জন্য পার্টি দেয়। কলেজেরই বেশ কিছু পড়ুয়া উপস্থিত ছিল ওই পার্টিতে। হঠাৎ সঙ্গী-সাগরেদদের নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবক। যুবতী দরজা খুলতেই তাঁরা ঘরে ঢোকার চেষ্টা করে। পরে যুবতীই তাঁদের ঢুকতে দেন। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। পার্টির মাঝেই যুবতীকে যৌন হেনস্থা করে অভিযুক্ত ও তাঁর ৫ সঙ্গী। পরিবারের সদস্যরা বাধা দিতে এলে তাঁদেরও মারধর করে অভিযুক্তরা।

শেষে পার্টিতে উপস্থিত অন্য়রা আবাসনের নিরাপত্তারক্ষীদের খবর দিতে, তাঁরা এসে অভিযুক্তদের বের করে আটকে রাখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। যুবতীর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়। যুবতীর অভিযোগ, ঘটনার আগেরদিনও, যেদিন তাঁদের মধ্যে বচসা হয়েছিল, সেইদিনও অশালীন আচরণ করেছিল অভিযুক্ত যুবক।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (যৌন হেনস্থা), ১৪৭, ১৪৯ (দাঙ্গা), ৩২৩ (মারধর), ৫০৪ (শান্তি বিঘ্নিত করা), ৪৫২ (অনুপ্রবেশ) ও ৫০৬ (অপরাধমূলক উদ্দেশ্য) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article