গান্ধীনগর: বিএসএফ-র (Border Security Force) নিরাপত্তা আধিকারিককে পিটিয়ে মারার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। নিজের মেয়ের অশালীন ভিডিয়ো (Obscene Video) ভাইরাল করার প্রতিবাদ করেছিলেন ওই বিএসএফ জওয়ান। আর তাতেই তাঁর নাবালক মেয়ের বন্ধু ও তার পরিবারের সদস্য মিলে তাঁকে নৃশংসভাবে মারধর করে। তাদের মারধরের জেরেই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। গুজরাটের নাদিয়াদ জেলার চাকলাসি গ্রামের ঘটনা। আজই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গজরাটের নাদিয়াদ জেলার চাকলাসি গ্রামের বাসিন্দা ওই বিএসএফ জওয়ান মেলজিভাই ভাঘেলা। তাঁর মেয়ে সেই গ্রামেরই এক স্কুলের ছাত্রী। সেই স্কুলেরই এক ছাত্রের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সম্প্রতি জওয়ানের মেয়ের একটি অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পিছনে ওই কিশোরের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন জওয়ান।
গত শনিবার সেই ১৫ বছরের কিশোরের বাড়িতে যান মেলজিভাই ভাঘেলা। সঙ্গে গিয়েছিলেন তাঁর স্ত্রী, দুই ছেলে ও ভাইপো। সেখানে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। কিশোরের পরিবারের সদস্যরা ভাগেলাকে আক্রমণ করে। তাদের মারধরের জেরেই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তারপর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। সিনিয়র পুলিশ অফিসার ভিআর বাজপাই নিশ্চিত করেছেন, বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুন করার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।