Maharashtra Temple: নিম গাছ ভেঙে পড়ল মন্দিরের টিনের শেডে, মৃত অন্তত ৭, আহত ৫

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 10, 2023 | 8:45 AM

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আকোলায়। ঝড়বৃষ্টিতে গাছ ভেঙে পড়ায় প্রায় ৩০-৪০ জন আটকে পড়েছিলেন। পরে উদ্ধারকারী দল এসে তাঁদের উদ্ধার করেন।

Maharashtra Temple: নিম গাছ ভেঙে পড়ল মন্দিরের টিনের শেডে, মৃত অন্তত ৭, আহত ৫
ভাঙা গাছ কাটা হচ্ছে।

Follow Us

আকোলা: মন্দিরের সামনে চলছিল ধর্মীয় উৎসব। অনেক ভক্তই ভিড় করেছিলেন সেখানে। কিন্তু এর মধ্যে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। বৃষ্টিতে ভেজা থেকে বাঁচতে মন্দিরের সামনে টিনের শেডের তলায় আশ্রয় নিয়েছিলেন অনেকে। ঝড়বৃষ্টিতে সেই টিনের শেডের উপর ভেঙে পড়ে বড়সড় একটি গাছ। এর জেরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনায় পাঁচ জন গুরুতর হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন আহতরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আকোলায়। ঝড়বৃষ্টিতে গাছ ভেঙে পড়ায় প্রায় ৩০-৪০ জন আটকে পড়েছিলেন। পরে উদ্ধারকারী দল এসে তাঁদের উদ্ধার করেন।

ঝড়বৃষ্টিতে নিম গাছ ভেঙে পড়ল মন্দিরের টিনের শেডে। আকোলার এই ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল আসে ঘটনাস্থলে। জেসিবি মেসিন দিয়ে ভাঙা গাছ সরিয়ে উদ্ধার করা হয়। ঘটনায় ৫ গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, “টিনের শেডে গাছ ভেঙে পড়ে ভক্তদের মৃত্যুর ঘটনা যন্ত্রণাদায়ক। আকোলা জেলার পারসে ঘটেছে এই ঘটনা। আমি মৃতদের শ্রদ্ধা জানাচ্ছি।” ফড়নবীশ আরও জানিয়েছেন, সে জেলার পুলিশ সুপার ও জেলা শাসক ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের সময়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আঘাত যাদের গুরুতর তাঁদের আকোলা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Next Article