Indians Released by Qatar: ‘প্রধানমন্ত্রী মোদীর জন্যই সম্ভব হল’, কাতার থেকে ফিরে আবেগঘন প্রাক্তন নৌসেনা কর্তারা
Navy Veterans Reaction: এক প্রাক্তন নৌসেনা কর্তা আবেগঘন গলায় বলেন, "ভারতে ফেরার জন্য আমরা প্রায় ১৮ মাস অপেক্ষা করেছিলাম। আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ। ওনার হস্তক্ষেপ ও কাতারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে, এটা সম্ভব হত না। অন্তর থেকে আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।"
নয়া দিল্লি: মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতার আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিতে শুধুমাত্র মৃত্য়ুদণ্ডের সাজাই এড়ালেন না, সুস্থ শরীরে দেশেও ফিরে আসতে পারলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন আট কর্তা। দেশের মাটিতে পা রেখেই তাঁরা বললেন “ভারত মাতা কি জয়”। একইসঙ্গে দেশে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সরকারকে।
এ দিন সকালেই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দি ভারতীয়দের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। নৌসেনার আটজন প্রাক্তন কর্তার মধ্যে ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন সাতজন।
কাতার থেকে ভারতে ফিরে এক প্রাক্তন নৌসেনা কর্তা বলেন, “সুরক্ষিতভাবে দেশে ফিরতে পেরে আমরা খুব খুশি। আমরা অবশ্য়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। উনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছিলেন বলেই আমরা আজ দেশে ফিরতে পেরেছি।”
#WATCH | Delhi: One of the Navy veterans who returned from Qatar says, “We are very happy that we are back in India, safely. Definitely, we would like to thank PM Modi, as this was only possible because of his personal intervention…” pic.twitter.com/iICC1p7YZr
— ANI (@ANI) February 12, 2024
আরেক প্রাক্তন নৌসেনা কর্তা বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি প্রধানমন্ত্রী মোদী আমাদের উদ্ধার করার জন্য হস্তক্ষেপ না করতেন। ভারত সরকারের ক্রমাগত প্রচেষ্টার কারণেই আমরা দেশে ফিরতে পারলাম।”
এক প্রাক্তন নৌসেনা কর্তা আবেগঘন গলায় বলেন, “ভারতে ফেরার জন্য আমরা প্রায় ১৮ মাস অপেক্ষা করেছিলাম। আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ। ওনার হস্তক্ষেপ ও কাতারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে, এটা সম্ভব হত না। অন্তর থেকে আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”
#WATCH | Delhi: One of the Navy veterans who returned from Qatar says, “We waited almost for 18 months to be back in India. We are extremely grateful to the PM. It wouldn’t have been possible without his personal intervention and his equation with Qatar. We are grateful to the… pic.twitter.com/5DiBC0yZPd
— ANI (@ANI) February 12, 2024
এই আটজন প্রাক্তন নৌসেনা কর্তাকে মুক্তি দেওয়ার জন্য ভারত সরকারের তরফেও এমিরেটস অব কাতারকে ধন্যবাদ জানানো হয়েছে।
নৌসেনা থেকে অবসরের পর কাতারে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েই ফেঁসে গিয়েছিলেন এই আটজন। তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। ২০২৩ সালের অক্টোবর মাসে কাতার আদালতের তরফে ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কম্যান্ডার পুরনেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভর্মা, কম্যান্ডার সুগুনাকর পাকালা, কম্যান্ডার সঞ্জীব গুপ্তা, কম্যান্ডার অমিত নাগপাল ও সেলর রাগেশকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।
এই সাজা ঘোষণার পরই উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। আইনি পদ্ধতিতে কীভাবে এই আট ভারতীয়কে উদ্ধার করে আনা যায়, তা দেখা হচ্ছে বলে জানানো হয়। এরপরে ডিসেম্বর মাসেই ভারত সরকারের কূটনৈতিক পদক্ষেপের পর কাতারের তরফে ওই আট ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে দেওয়া হয়।