ইন্দোর: গভীর ঘুমে ডুবে ছিল বাড়ির সবাই। হঠাৎ নাকে এল পোড়া গন্ধ। চোখ খুলতেই দেখলেন গোটা ঘরে দাউদাউ করে জ্বলছে আগুন (Fire)। ঘরের ভিতর থেকে বাইরে আসারও জো নেই, কারণ ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে দরজাও। বন্ধ বাড়িতেই পুড়ে মৃত্যু হল সাতজনের। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও নয়জনকে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচজনকে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে। শনিবার ভোররাতে ওই বাড়িতে আগুন লাগে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে রাত ৩ টে ১০ মিনিট নাগাদ একটি দোতলা বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়ির সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। দুই মহিলা সহ মোট সাতজনের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় আরও নয়জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
7 die in fire at Indore building, nine rescued, the fire was triggered by short circuit in main electric supply system in the basement 5 people still hospitalized @ndtv @ndtvindia pic.twitter.com/Qtq89HYX95
— Anurag Dwary (@Anurag_Dwary) May 7, 2022
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়ির বেসমেন্টে ইলেকট্রিক সাপ্লাই বক্সে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষেই বাড়ির দোতলাতেও আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারা বেরনোর সুযোগও পাননি। আগুনের বীভৎসতা এতটাই ছিল যে বাড়ির সামনে দাঁড় করানো গাড়ি ও বাইকও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝরাতে আর্তনাদ শুনেই তারা বাড়ি থেকে বের হন। দেখতে পান দ্বিতল বাড়িটিতে আগুন জ্বলছে। নিজেরাই বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু এতটাই আগুন ছড়িয়ে পড়েছিল যে দমকলের পক্ষেও প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়।
ওই বিল্ডিংয়ের মালিক আনসার পটেলকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দ্বিতল ওই বাড়িতে অগ্নিনির্বাপণ কোনও ব্যবস্থা না রাখায়, তাঁর বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
इंदौर के स्वर्ण बाग कॉलोनी में शॉर्ट सर्किट से हुए हादसे में कई अनमोल जिंदगियों के असमय निधन का दुखद समाचार प्राप्त हुआ।
ईश्वर से दिवंगत आत्माओं को अपने श्रीचरणों में स्थान और परिजनों को यह गहन दुःख सहन करने की शक्ति देने तथा घायलों को शीघ्र स्वस्थ करने की प्रार्थना करता हूं।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 7, 2022
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি টুইট করে বলেছেন, “ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”