দিল্লির পর মহারাষ্ট্র, দোতলার ঘর থেকে ২ শিশু সহ একই পরিবারের ৭ জনের লাশ উদ্ধার

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 03, 2024 | 9:36 AM

Fire: একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের সাতজনের মৃতদেহ। তবে আত্নহত্যা নয়, পুলিশের সন্দেহ দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ শিশু সহ ৭ জনের। কীভাবে দোকানে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দিল্লির পর মহারাষ্ট্র, দোতলার ঘর থেকে ২ শিশু সহ একই পরিবারের ৭ জনের লাশ উদ্ধার
পুড়ে ছাই দোকান।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: দিল্লির বুরারি কাণ্ডের কথা মনে আছে? একই পরিবারের ১১ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এই রহস্যমৃত্যু নিয়ে সম্প্রতি নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজও তৈরি করা হয়েছে। এবার মহারাষ্ট্র। একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের সাতজনের মৃতদেহ। তবে আত্নহত্যা নয়, পুলিশের সন্দেহ দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ শিশু সহ ৭ জনের।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে। একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয় তিন মহিলা ও দুই শিশু সহ মোট সাত জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৪টে নাগাদ আগুন লাগে। প্রতিবেশীরাই খবর দেন দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঁচানো যায়নি ওই বাড়ির বাসিন্দাদের।

জানা গিয়েছে, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সবাই। সেই সময়ই ঘরে ঢুকতে শুরু করে কালো ধোঁয়া। চোখ-নাক জ্বালা শুরু হতেই ঘুম ভাঙে সবার। ঘরের দরজা খুলতেই দেখেন, সিড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। লেলিহান শিখা উঠে আসছে উপরেও। আগুন লেগে মর্মান্তিক পরিণতি হয় গোটা পরিবারের। অগ্নিকাণ্ডে মৃত্যু সাতজনের। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ কমিশনার মনোজ লোহিয়া জানিয়েছেন, ভোরে আলম টেলর শপ নামক একটি দর্জির দোকানে আগুন লাগে। সেখান থেকেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির দোতলায় থাকত ওই পরিবার। তাদের যখন ঘুম ভাঙে, তখন নীচের তলা সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে। নামতে না পেরেই তারা আটকা পড়েন। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলে অনুমান।

কীভাবে দোকানে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Next Article