নয়া দিল্লি: প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিশেষ চমক থাকে। গত বছর তাঁর জন্মদিনে রেকর্ড করোনা টিকা দেওয়া হয়েছিল। এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ভারতে আসছে আট বিশেষ অতিথি। সূদূর আফ্রিকা থেকে দেশে আসছে আটটি চিতা। ১৯৫০-র দশকে বিলুপ্ত হয়ে যাওয়া চিতার ভারতে ফের একবার বংশবৃদ্ধি করতেই আনা হচ্ছে বিদেশ থেকে। নামিবিয়া থেকে আগত এই আটটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে এবার ঘুরতে দেখা যাবে। চিতা সংরক্ষণের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা থাকা উচিত, তার ব্যবস্থাও করা হয়েছে ইতিমধ্যে।
কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুধু এই আটটি চিতাই নয়, আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে আরও ৫০টি চিতা ভারতে আনার পরিকল্পনা রয়েছে। ২০০৯ সাল থেকেই ভারতে এই চিতাগুলি আনার পরিকল্পনা করা হচ্ছিল। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রথম ধাপে আসা আটটি চিতা ভারতের মাটিতে পা রাখবে। এই চিতাগুলিকে আনার জন্য় একটি বিশেষ কার্গো বিমানের আয়োজন করা হয়েছে। আজ সকালেই মধ্য প্রদেশের গোয়ালিয়র বিমানবন্দরে অবতরণ করবে ওই বিমান। এরপর সেখান থেকে বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে করে তাদের মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে।
জানা গিয়েছে, যে আটটি চিতা আসছে, তার মধ্যে পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা রয়েছে৷ এদের মধ্যে দু’টি চিতা আবার সম্পর্কে ভাইবোন। নামিবিয়া থেকে আগত চিতার দলে সবচেয়ে ছোট সদস্যের বয়স ২ বছর। সেটি একটি মহিলা চিতা। পাঁচটি মহিলা চিতার বয়সই দুই থেকে পাঁচ বছরের মধ্যে এবং পুরুষ তিনটি চিতার বয়স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছরের মধ্যে।
১৬ ঘণ্টার দীর্ঘ বিমান যাত্রায় চিতাগুলি যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য তাদের খালি পেটে রাখা হয়েছে। যাতে বিমান যাত্রায় তারা বমি বা অন্য কোনও অসুস্থতা বোধ না করে। পাশাপাশি তাদের নিয়ন্ত্রণে রাখতে হালকা ঘুমের ওষুধও দেওয়া হয়েছে। বিমানে যাতে চিতাগুলির কোনও সমস্যা না হয়, তার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিতা বিশেষজ্ঞ ডঃ ল্যরি মার্কার থাকবেন। একইসঙ্গে থাকবেন একজন পশু চিকিৎসকও।