৮ পুরুষ, ১ মহিলা…ভাড়া বাড়িতে থেকেই কি না এইসব! বছরের শেষ দিনেই বড় অভিযান ATS-র
Arrest: কী উদ্দেশ্য নিয়ে তারা ভারতে এসেছিল, কতদিন ধরে থাকছিল, সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ও এটিএস। ধৃতদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
মুম্বই: ওপার বাংলায় অশান্তির আগুন ছড়াতেই এপারে বাড়ছে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে ভুয়ো নথি বানিয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। এই অনুপ্রবেশকারীদেরই ধরতে এবার তৎপর কেন্দ্র। অ্যান্টি-টেররিজম স্কোয়াডের হাতে গ্রেফতার ৯ বাংলাদেশি। বেআইনিভাবে বাংলাদেশ থেকে প্রবেশ করে, বৈধ নথি ছাড়াই থাকছিল।
মহারাষ্ট্র অ্য়ান্টি-টেররিজম স্কোয়াড অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। এই নিয়ে বিগত এক মাসে ৪৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এটিএস। এদের কারোর কাছেই বৈধ নথি নেই বলেই জানা গিয়েছে।
বিগত চারদিন ধরেই এটিএস স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে মুম্বই, নাসিক, নান্দেদ ও ছত্রপতি সম্ভাজিনগরে অভিযান চালাচ্ছে। গতকাল অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও একজন মহিলা। জেরায় জানা গিয়েছে, ধৃতরা ভুয়ো নথি দেখিয়ে আধার কার্ড তৈরি করেছিল। ওই আধার কার্ড দেখিয়েই মহারাষ্ট্রে থাকছিল অভিযুক্তরা।
কী উদ্দেশ্য নিয়ে তারা ভারতে এসেছিল, কতদিন ধরে থাকছিল, সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ও এটিএস। ধৃতদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, শুধু মহারাষ্ট্রই নয়, পশ্চিমবঙ্গ, দিল্লি সহ একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে। দিল্লি থেকেও একাধিক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।