চেন্নাই: ঘরে থাকতে চাইছে না, তাই খাওয়াতে একরত্তি শিশুকে নিয়ে বারান্দায় গিয়েছিলেন মা। সেটাই তাঁর সবথেকে বড় ভুল ছিল। ছটফট করায় মায়ের কোল থেকে ফসকে নীচে পড়ে গেল একরত্তি শিশু! তবে ভাগ্যক্রমে মাটিতে আছড়ে না পড়ে দোতলার কার্নিশের উপরে গিয়ে পড়ে শিশুটি। উল্টোদিক থেকে প্রতিবেশীরা দেখতে পেয়েই ছুট লাগালেন। নিজেরাই দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করলেন ওই শিশুটিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশুটিকে উদ্ধারের সেই ভিডিয়ো।
জানা গিয়েছে, রবিবার এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। আভাদি এলাকায় একটি কমপ্লেক্সের দোতলার কার্নিশেই ঝুলতে দেখা যায় এক শিশুকে। উল্টোদিকের আবাসনের বাসিন্দারা শিশুটিকে দেখতে পেয়েই চিল চিৎকার জোড়েন। সঙ্গে সঙ্গে বাকিরাও বেরিয়ে আসেন। নিজেরাই উদ্ধার করার চেষ্টা করেন শিশুটিকে।
ভাইরাল ভিডিয়োটিকে দেখা গিয়েছে, প্রতিবেশীদের মধ্যে এক ব্যক্তি দোতলার জানালা দিয়ে বেরিয়ে সরু জায়গায় দাঁড় হন। আরও দুইজন ব্য়ক্তি তাঁকে ধরে থাকেন সুরক্ষার জন্য। এরপর ওই ব্যক্তি হাত বাড়িয়ে শিশুটিকে উপরের কার্নিশ থেকে উদ্ধার করেন।
শিশুটি যেহেতু অত্যন্ত ছোট এবং হামাগুড়ি দিচ্ছিল, এক পর্যায়ে তাঁর পা কার্যত শূন্যে ভাসছিল। শিশুটিকে বাঁচানোর জন্য বাকি প্রতিবেশীরা একতলায় টানটান করে চাদর ধরে দাঁড়িয়ে থাকেন। নীচে পাতা হয় গদিও, যাতে শিশুটি পড়ে গেলে চোট না পায়।
জানা গিয়েছে, ওই বিল্ডিংয়েরই ৪ তলায় থাকে শিশুটি ও তাঁর পরিবার। শিশুটির বয়স ৮ মাস। রবিবার দুপুরে খাওয়ানোর সময় শিশুটি খুব কান্নাকাটি করায়, তাঁকে নিয়ে বারান্দায় এসেছিল তাঁর মা। খাওয়ানোর সময়ই কোনও কারণে মায়ের হাত ফসকে শিশুটি নীচে পড়ে যায় এবং দোতলার কার্নিশে আটকে যায়।