দান্তেওয়াড়া: ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর থানা এলাকায় গত মাসে ঘটেছিল আইইডি বিস্ফোরণ। এর জেরে ১০ পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। প্রাণ হারিয়েছিলেন এক সাধারণ ব্যক্তিও। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এই গ্রেফতারির কথা জানানো হয়েছে পুলিশের তরফে। এ নিয়ে এই ঘটনায় মোট ১৭ জন মাওবাদী এখনও অবধি গ্রেফতার হয়েছেন। নতুন করে গ্রেফতার হওয়া ৮ মাওবাদীদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার। বাকি তিন জন গ্রেফতার হয়েছে শুক্রবার। আরানপুর থানা এলাকা এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযানের সময় এই তিন জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার গ্রেফতার হওয়া পাঁচ মাওবাদী ও শুক্রবার গ্রেফতার হওয়া বাকিদের আদালতে তুলেছিল পুলিশ। তাদের সকলকেই বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে ধৃত মাওবাদীরা হলেন মাসা কাওয়াসি, কোসা মান্ডবী, অর্জুন কুঞ্জম, দেবা মান্ডবী, গঙ্গা মান্ডবী। এরা সকলেই পেডকা গ্রামের বাসিন্দা। বুধবারের গ্রেফতারের পর তাদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই আরও দুই ধৃত বান্দি মান্ডবী এবং মুয়া কোসাভিরও বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ধৃতদের মধ্যে অপর এক জন নাবালক। তাঁকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ এপ্রিল ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলায় তল্লাশি অভিযান করে ফিরছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল। ফেরার পথে আনারপুর থানা এলাকায় শক্তিশালী আইইডি বিস্ফোরণের কবলে পড়ে। সেই ঘটনায় ১০ জন পুলিশ কর্মী এবং গাড়ির চালকের মৃত্যু হয়। মাওবাদীরা সেই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার পরই মাওবাদীদের খোঁজ শুরু করে পুলিশ। এ সপ্তাহে ৮ জনের পাশাপাশি মোট ১৭ জন মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ।