School Girl Died: স্কুলের লোহার ভারী গেট পড়ে গিয়ে মৃত্যু ছাত্রীর, সাসপেন্ড প্রিন্সিপাল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 26, 2022 | 8:05 PM

স্কুলের মেইন গেটের কাছে খেলছিল অস্মিতা মোহানিয়া। খেলার সময়ই ছাত্রীটির উপর ভারী লোহার গেট পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়।

School Girl Died: স্কুলের লোহার ভারী গেট পড়ে গিয়ে মৃত্যু ছাত্রীর, সাসপেন্ড প্রিন্সিপাল
ভেঙে পড়ল স্কুলের গেট। প্রতীকি ছবি।

Follow Us

আহমেদাবাদ: ফের সংবাদ শিরোনামে গুজরাট! স্কুল চত্বরে খেলছিল বছর আষ্টেকের এক ছাত্রী। হঠাৎ করেই স্কুলের লোহার ভারী গেটটি খুলে পড়ে যায় খুদের উপর। একেবারে গেটের ভারে চাপা পড়ে যায় খুদে। তারপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় বালিকাটির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহুদ জেলায়।

পুলিশ জানায়, মৃতের নাম অস্মিতা মোহানিয়া (৮)। দাহুদ জেলার রামপুর গ্রামের বাসিন্দা অস্মিতা স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলের ছাত্রী ছিল। লোহার ভারী গেট বালিকাটির উপর পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। আহমেদাবাদ হাসপাতালে চিকিৎসা চলাকালীন বালিকাটির মৃত্যু হয়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। দাহুদ থানায় দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাহুদ থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন।

স্কুল গেট পড়ে ছাত্রীর মৃত্যুর কথা স্বীকার করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিক ময়ূর পারেখ। তিনি বলেন, “স্কুলের মেইন গেটের কাছে খেলছিল অস্মিতা মোহানিয়া। খেলার সময়ই ছাত্রীটির উপর ভারী লোহার গেট পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে গত ২০ ডিসেম্বর। সঙ্গে সঙ্গেই স্কুলের তরফে ছাত্রীটিকে দাহুদ শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আহমেদাবাদ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন গত শুক্রবার ছাত্রীটির মৃত্যু হয়।” বালিকাটির মাথায় আঘাত লেগেছিল এবং তার জেরেই মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

লোহার ভারী গেট পড়ে গিয়ে ছাত্রীর মৃত্যুর খবরটি সোমবার নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিক ময়ূর পারেখ। তিনি জানান, ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্কুলের প্রিন্সিপ্যালকে সাসপেন্ড করা হয়েছে।

Next Article