Uttarakhand: বৃষ্টি দেখেই ঢুকে গিয়েছিলেন তাঁবুতে, বুঝতে পারেনি সেখানেই বিপদ! গভীর রাতে ‘হারিয়ে গেলেন’ ৯ শ্রমিক
Uttarakhand: ইতিমধ্য়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল। পৌঁছে গিয়েছে সে রাজ্যে উদ্ধারকারী দলও। শুরু হয়েছে সার্চ অপারেশন। উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা সচিব বিনোদ কুমার সুমন বলেন, 'বারকোটের সিলাই বান্দ এলাকার কাছে ঘটনাটি ঘটে।

দেরাদুন: মেঘভাঙা বৃষ্টিতে ভিজছে উত্তরাখণ্ড। সেখানে উত্তরকাশী এলাকায় গত রাত থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃষ্টি, বজ্রপাত ও সব শেষে ধস। যার জেরে নিখোঁজ ৯ জন।
গোটা ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে। উত্তরকাশী জেলার বারকোট একটি নির্মাণ কাজ চলছে। রাত তখন গভীর কাজ খানিক এগিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কর্মীরা। যেখানে নির্মাণকাজ চলছে তার পাশেই তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে অস্থায়ী টেন্টের। বাইরে মেঘভাঙা বৃষ্টি, এমন পরিস্থিতি কাজ করা সম্ভব নয়। তাই বেশ কয়েক জন শ্রমিক তাঁবুতে গিয়েই বিশ্রাম নিচ্ছিলেন।
তখনই বৃষ্টির কারণে ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। ধসে যায় তাঁবু। গভীর রাতে বৃষ্টি ডেকে আনে বড় বিপদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে মোট ২৮ জন পরিযায়ী শ্রমিক এসেছিলেন। যার মধ্যে আপাতত ৯ জনের কোনও হদিশ নেই। ধসেই হয়তো পাহাড় থেকে পড়ে গিয়েছে তারা। আদৌ কোথায় রয়েছে এখন বা প্রাণটাও রয়েছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। প্রশাসনিক তরফে জানা গিয়েছে নিখোঁজ হওয়া পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকেই নেপালের নাগরিক।
ইতিমধ্য়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল। পৌঁছে গিয়েছে সে রাজ্যে উদ্ধারকারী দলও। শুরু হয়েছে সার্চ অপারেশন। উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা সচিব বিনোদ কুমার সুমন বলেন, ‘বারকোটের সিলাই বান্দ এলাকার কাছে ঘটনাটি ঘটে। মোট ২৮ জন পরিযায়ী শ্রমিক ছিলেন সেখানে। একটি হোটেল নির্মাণের কাজেই নিয়ে আসা হয়েছিল তাদের। কিন্তু গতরাতের ধসের পর থেকে ৮-৯ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারীরা গিয়েছেন। আশা করি খুব শীঘ্রই তাদের খোঁজ মিলবে।’
শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ফুঁসছে যমুনোত্রী। ইতিমধ্য়ে বেড়ে গিয়েছে জলস্তর। জারি হয়েছে লাল সতর্কতা।

