গুয়াহাটি: নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল অসমে। অভিযোগ, ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করা হয়। তারপর ওই নাবালিকাকে খুনের চেষ্টা করা হয়। শুধু তাই নয় মেয়েটি মেরে আধমরা করে ব্যাগে ভরে একটি জঙ্গলেও ফেলে দিয়ে আসে বলে অভিযোগ। ওই যুবক মেয়েটিকে তাঁর ‘প্রেমিকা’ বলে দাবি করেন। এই ঘটনায় ২৬ বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অসমের চাচর জেলার ঘটনা।
ঘটনার সূত্রপাত পুজোয় ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা গত ৩ অক্টোবর সপ্তমীর দিন অন্য একজনের সঙ্গে পুজো প্যান্ডেলে ঘুরতে যায়। কেন অন্য কারও সঙ্গে ওই নাবালিকা ঘুরতে বেরোল তা নিয়েই ঝামেলার সূত্রপাত।
ওই নাবালিকার পরিবারের দাবি, তাদের মেয়ের উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়। মেয়ের গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ বসানোর পর একটি ব্যাগে তাকে ভরে জঙ্গলে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও ওই নাবালিকা কোনওভাবে নিজেকে বাঁধনমুক্ত করে বাড়িতে ফিরে আসে। মেয়ে যখন বাড়িতে ঢুকল জামা ছেঁড়া, চুল অবিন্যস্ত। আপাতত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সে। জীবনের জন্য লড়াই করে চলেছে।
নাবালিকার পরিবারের দাবি, ৩ অক্টোবর দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিল মেয়েটি। এরপর আর বাড়ি ফেরেনি। পরের দিন ৪ অক্টোবর থানায় অভিযোগ জানানো হয়। সেদিন দুপুরেই বাড়ি ফিরে আসে সে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবককে জেরা করে ঘটনার রহস্য ভেদ করতে চায় তারা।