AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Army Man Assault: শ্রীনগরে সেনা আধিকারিককে বিমানে উঠতে বাঁধা! এরপরেই শুরু তাণ্ডব, ভাঙল শিরদাঁড়া, ফাটল থুতনি

Army Man Thrashed Airport Employee: সংস্থার তরফে আরও জানান হয়েছে, "এরপরেই বিমানবন্দরে কর্মরত আধাসেনা তাকে ঠেলে বাইরে পাঠায়। সেখানেই ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত চার বিমানবন্দরের গ্রাউন্ড কর্মীর উপর হামলা চালান।"

Army Man Assault: শ্রীনগরে সেনা আধিকারিককে বিমানে উঠতে বাঁধা! এরপরেই শুরু তাণ্ডব, ভাঙল শিরদাঁড়া, ফাটল থুতনি
Image Credit: X
| Updated on: Aug 03, 2025 | 4:14 PM
Share

নয়াদিল্লি: সাত কেজির উপরে ওজন হলে বাড়তি কিছু টাকা লাগবে। শ্রীনগর এয়ারপোর্টে দিল্লিগামী বিমান ধরতে আগত সেনা জওয়ানকে এমনটাই বলেছিলেন স্পাইসজেটের একজন বিমানবন্দর কর্মী। কিন্তু তার পরিণতি এতটা যে ভয়ঙ্কর হবে, তা ওই কর্মী ধরতে পারেননি।

শুরু হয় কথা কাটাকাটি। তবে মৌখিক লড়াই বেশিক্ষণ স্থায়ী থাকে না। বরং পারদ চড়িয়ে তা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। এই ঘটনা দিন সাতেক আগের। যার ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, “একজন যাত্রী বাক্সপ্যাঁচরা নিয়ে দিল্লিগামী বিমানে চড়তে এসেছিলেন। তার বাক্সের ওজন ছিল প্রায় ১৬ কেজি। কিন্তু নিয়ম অনুযায়ী, সাত কেজি ওজন পর্যন্ত ছাড় রয়েছে। তারপর বাকি ওজনের উপর একটা বাড়তি ফি চাপানো হয়ে থাকে। এই কথাটা ওই যাত্রীকেও বলা হয়েছিল। কিন্তু সেই ভাড়া দিতে রাজি হননি ওই যাত্রী। এমনকি, বিমানবন্দরের কর্মীদের ধাক্কা দিয়ে ঠেলে এয়ারব্রীজেও ওঠার চেষ্টা করেন তিনি।”

সংস্থার তরফে আরও জানান হয়েছে, “এরপরেই বিমানবন্দরে কর্মরত আধাসেনা তাকে ঠেলে বাইরে পাঠায়। সেখানেই ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত চার বিমানবন্দরের গ্রাউন্ড কর্মীর উপর হামলা চালান।”

এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে। জানা গিয়েছে অভিযুক্ত একজন সেনা আধিকারিক। ইতিমধ্য়েই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চিরকালের জন্য় অভিযুক্ত যাত্রীকে ‘নো ফ্লাই’ তালিকা ভুক্ত করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। পাশাপাশি, গোটা বিষয়টা নিয়ে সরব হয়েছে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও। অভিযুক্তের হামলায় এক স্পাইসজেট কর্মীর অবস্থা গুরুতর। ক্রমাগত লাথি, ঘুষিতে চার কর্মীরই শিরদাঁড়া ভেঙেছে ও থুতনি ফেটেছে।