BJP MLA: বিজেপি বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত ২, গ্রেফতার চালক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 07, 2023 | 8:14 PM

দুর্ঘটনার সময় ওই বিজেপি বিধায়ক গাড়িতে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

BJP MLA: বিজেপি বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত ২, গ্রেফতার চালক
প্রতীকী চিত্র

Follow Us

বেঙ্গালুরু: ফের হিট অ্যান্ড রান ঘটনার পুনরাবৃত্তি! এবার বিজেপি বিধায়কের নামের স্টিকার লাগানো গা SUV গাড়ি একাধিক চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে পিষে দিল দুই মোটরবাইক আরোহীকে। যার মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যুও হয়। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। দুর্ঘটনার সময় ওই বিজেপি বিধায়ক গাড়িতে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, কর্নাটকের বিজেপি বিধায়ক হারতালু হালাপ্পার নামের স্টিকার লাগানো ছিল SUV গাড়িটির সামনে। দুর্ঘটনার সময় ওই বিজেপি বিধায়ক গাড়িতে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে গাড়িটি তাঁর নয়, SUV-র মালিক বিধায়কের কন্যা সুস্মিতা হালাপ্পার শ্বশুর রামু সুরেশের বলে জানা গিয়েছে। রামু সুরেশ আবার অবসরপ্রাপ্ত বনাধিকারিক। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই SUV অন্য কতকগুলি গাড়িকে ধাক্কা দিয়ে দুটি চলন্ত মোটরবাইককে পিষে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। অভিযুক্ত চালক, ৪৮ বছর বয়সি মোহনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি বিধায়কের নামের স্টিকার লাগানো গাড়িতে বেঙ্গালুরু মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে সোমবার। দুর্ঘটনার সময় গাড়ির চালক মোহন মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি বিজেপি বিধায়ক হারতালু হালাপ্পার মেয়ের শ্বশুর তথা অবসরপ্রাপ্ত বনাধিকারিক রামু সুরেশের কাছে কাজ করতেন। সোমবার বিকালে KIMS হাসপাতালের ডাক্তারি ছাত্রী বিধায়কের কন্যা তথা সুরেশের পুত্রবধূ সুস্মিতা হালাপ্পাকে নিতে যাচ্ছিলেন মোহন। সেই সময়ই SUV গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে এবং দুই মোটরবাইক আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাজিদ খান নামে এক মোটরবাইক আরোহীর। গুরুতর জখম আয়াপ্পাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধায়কের নামের স্টিকার লাগানো গাড়ি দুর্ঘটনায় রাস্তার উপর চাপ-চাপ রক্ত পড়েছিল। মোটরবাইক এবং আরোহীরা আলাদাভাবে ছিটকে পড়েছিলেন। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হলেও ৩টি মোটকবাইক দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির ব্রেক ফেল করার ফলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার পরই অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।

Car With

 

 

Next Article