ভয়াবহ দুর্ঘটনা মাঝ সমুদ্রে। গোয়া উপকুলের কাছেই ভারতের সামরিক সাবমেরিনে হঠাৎ ধাক্কা মারে একটি মাছ ধরার নৌকো। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন ওই নৌকোয় ১৩জন ছিলেন।
ভারতীয় নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। ৬টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়। ১১ জনকে উদ্ধার করা গেলেও এখনও অবধি ২ জন নিখোঁজ।
গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি স্কোর্পেন-শ্রেণীর সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামক মাছ ধরার জাহাজটির সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
বিবৃতিতে আর বলা হয় যে বাকি দু’জনের জন্য খোঁজ জারি রয়েছে। ‘মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাই (MRCC) ‘ এর সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীকেও এই কাজেই নিয়োগ করা হয়েছে।
‘কেন এমন ঘটনা ঘটল?’ সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
স্করপেন-শ্রেণির সাবমেরিনগুলি ভারত মহাসাগরে ভারতের নৌ শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ, তথ্য সংগ্রহ, মাইন স্থাপন, এলাকায় নজরদারির মতো একাধিক কাজে নিরাপত্তার কারণে ব্যবহার করা হয় এই ডুবো জাহাজগুলি।