Murder: ১৭ বছর আগে ‘খুন’ হওয়া ব্যক্তি চোখের সামনে, তারপর…

Jan 08, 2025 | 8:17 PM

Murder: গত ৬ জানুয়ারি পেট্রোলিংয়ের সময় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় ঝাঁসি পুলিশের। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঝাঁসির এক গ্রামে গত ৬ মাস ধরে বাস করছিলেন তিনি। নাম নাথুনি পাল। বছর পঞ্চাশের নাথুনির বাড়ি বিহারের দেওরিয়ায়।

Murder: ১৭ বছর আগে খুন হওয়া ব্যক্তি চোখের সামনে, তারপর...
ঝাঁসি থেকে উদ্ধার বিহারের ব্যক্তি

Follow Us

পটনা ও ঝাঁসি: ১৭ বছর আগে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের খাতায় রয়েছে এমনই রেকর্ড। তাঁকে খুনের অভিযোগ ওঠে আত্মীয়দের বিরুদ্ধে। খুনের দায়ে জেলেও যেতে হয়েছে অভিযুক্তদের। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। ১৭ বছর পর সেই ‘মৃত’ ব্যক্তির খোঁজ পাওয়া গেল। দিব্যি রয়েছেন তিনি। বিহারের সেই ‘মৃত’ ব্যক্তির খোঁজ পাওয়া গেল উত্তর প্রদেশের ঝাঁসিতে।

গত ৬ জানুয়ারি পেট্রোলিংয়ের সময় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় ঝাঁসি পুলিশের। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঝাঁসির এক গ্রামে গত ৬ মাস ধরে বাস করছিলেন তিনি। নাম নাথুনি পাল। বছর পঞ্চাশের নাথুনির বাড়ি বিহারের দেওরিয়ায়।

আরও জিজ্ঞাসাবাদে জানা যায়, একাই থাকেন নাথুনি। কয়েকমাস আগেই ঝাঁসিতে এসেছেন। নাথুনি পুলিশকে বলেন, “আমি যখন ছোট ছিলাম, আমার বাবা-মা মারা যান। আমার স্ত্রী অনেক আগেই আমাকে ছেড়ে গিয়েছেন। গত ১৬ বছর আমি বিহারে যাইনি।”

এই খবরটিও পড়ুন

তারপরই জানা যায়, ১৭ বছর আগের ঘটনা। বছর ১৭ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নাথুনি। তাঁর এক মামা থানায় অভিযোগ করেন। নাথুনির কাকা ও তাঁর ৪ সন্তান তাঁর কাছ থেকে জমি হাতিয়ে তাঁকে খুন করেছেন বলে অভিযোগ করা হয় থানায়।

পুলিশ নাথুনির কাকা ও তিনজনকে গ্রেফতার করেছিল। সত্যেন্দ্র পাল নামে এক অভিযুক্ত বলেন, “আমার ছোট ভাই পুলিশে কাজ করে। তার নামও FIR-এ ছিল। ডিআইজি-কে অনেক অনুরোধের পর তার নাম এফআইআর থেকে সরানো হয়। অন্যদিকে, আমার বাবা, আমি ও দুই ভাই আট মাস করে জেল খেটেছি। তারপর জামিন পাই।” সত্যেন্দ্রর বাবা মারা গিয়েছেন।

নাথুনি বেঁচে আছেন জানানর পর কথা বলতে বলতে চোখে জল চলে আসে সত্যেন্দ্র পালের। বলেন, “খুনের অভিযোগ থেকে অবশেষে মুক্ত হলাম।” তবে খুনের মামলা এখনও আদালতে বিচারাধীন। নাথুনিকে বিহার পুলিশের হাতে তুলে দিয়েছে ঝাঁসি পুলিশ।

 

Next Article