ফের উড়ালপুল বিপর্যয়, ধ্বংসস্তুপে শ্রমিকের আটকে থাকার আশঙ্কা

সুমন মহাপাত্র |

Apr 06, 2021 | 11:12 AM

কয়েক দিন আগেই দৌলতাবাদের কাছে গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয়ের একাংশ ভেঙে পড়েছিল।

ফের উড়ালপুল বিপর্যয়, ধ্বংসস্তুপে শ্রমিকের আটকে থাকার আশঙ্কা
ছবি- এএনআই

Follow Us

নয়া দিল্লি: ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়াপুলের একাংশ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, পঞ্জাবী বাঘ (Punjabi Bagh) এলাকার একটি উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। একজন শ্রমিক সেই ভেঙে পড়া উড়ালপুলের ধ্বংসস্তুপে আটকে পড়েছেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছেছে বলে জানিয়েছে দিল্লি দমকল পরিষেবা।

কয়েক দিন আগেই দৌলতাবাদের কাছে গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয়ের একাংশ ভেঙে পড়েছিল। উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় সেখানে ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সড়ক ও পরিবহণ মন্ত্রক কয়েকদিন আগেই গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয় নির্মাণের দ্রুততা বাড়ানোর নির্দেশ দিয়েছিল। তারপরই বিপত্তি ঘটেছিল দৌলতাবাদের কাছে ওই উড়ালপুলের।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ দৌলতাবাদ এক্সপ্রেসওয়ের সেই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

সবিস্তারে আসছে…

Next Article