Aaditya Thackeray Hits At Team Shinde : ‘রাজ্যে ১ লক্ষ চাকরি হত’, চিপ প্ল্যান্টের প্রকল্প হাতছাড়া হওয়ার পর সরকারকে দোষারোপ আদিত্যের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 14, 2022 | 6:55 AM

Aaditya Thackeray Hits At Team Shinde : ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে গুজরাটে। বেদান্ত গ্রুপ এবং তাইওয়ানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জায়ান্ট ফক্সকন যৌথভাবে গুজরাটের আহমেদাবাদে একটি প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

Aaditya Thackeray Hits At Team Shinde : রাজ্যে ১ লক্ষ চাকরি হত, চিপ প্ল্যান্টের প্রকল্প হাতছাড়া হওয়ার পর সরকারকে দোষারোপ আদিত্যের
ফাইল ছবি

Follow Us

মুম্বই : মহারাষ্ট্রে মহা বিকাশ অগাড়ি সরকার পতনের পর থেকেই শিব সেনার উদ্ধব শিবির ও ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে রাজনৈতিক চাপানউতর লেগেই রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরকে আক্রমণ শানাতে দেখা গিয়েছে শাসক শিবিরকে। এবার সেমিকন্ডাক্টর প্ল্যান্টের চুক্তি নিয়ে মহারাষ্ট্র সরকারকে তোপ দাগলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।

ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে গুজরাটে। এই মর্মে গুজরাট ১.৫৪ কোটি টাকার চুক্তি পেয়েছে। বেদান্ত গ্রুপ এবং তাইওয়ানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জায়ান্ট ফক্সকন যৌথভাবে গুজরাটের আহমেদাবাদে একটি প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্ল্যান্টের জন্য জায়গা দেওয়ার লড়াইয়ে ছিল মহারাষ্ট্রও। কিন্তু মহারাষ্ট্রকে পিছনে ফেলে এই প্রকল্পটি পেয়েছে গুজরাট। এই প্রকল্পটি হাতছাড়া হওয়ার জন্যই শাসক শিবিরকে এক হাত নিলেন উদ্ধবন পুত্র। তিনি জানিয়েছেন, এই প্রকল্পটি পাওয়ার জন্য পূর্ববর্তী মহাবিকাশ অগাড়ি সরকার খুব পরিশ্রম করেছিল। তিনি বলেন, ‘এই প্ল্যান্টটি যে মহারাষ্ট্রেই হবে সেই বিষয়ে সিদ্ধান্ত প্রায় নিয়ে নেওয়া হয়েছিল।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের এমভিএ সরকার এই বিষয়টি একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকারের উপর বিনিয়োগকারীরা ভরসা হারিয়েছেন। তাই এই ধরনের বড় প্রকল্প আর আসছে না এখানে।’

এই প্রকল্প গুজরাটের কাছে যাওয়ার পরই আদিত্য ঠাকরে টুইটে লেখেন, ‘যদিও ভারতে এটা হচ্ছে ভেবে আমি আনন্দিত তবে আমি কিছুটা হতবাকও হয়েছি। এই সরকার ছবি টুইট করে দাবি করেছে, এটি (এই প্রকল্প) মহারাষ্ট্রে নিয়ে আসবে। কিন্তু মনে হচ্ছে এই প্ল্যান্টকে মহারাষ্ট্রে থেকে দূরে পাঠানোর উদ্দেশ্য ছিল। আমাদের এমভিএ সরকার এটিকে প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছিল।’ আদিত্য ঠাকরে জানিয়েছেন, মহারাষ্ট্রে এই প্ল্যান্ট তৈরি হলে ৭০ হাজার থেকে ১ লক্ষ চাকরির সুযোগ তৈরি হত রাজ্যে। প্রসঙ্গত, বেদান্ত ও ফক্সকন যৌথভাবে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্রোডাকশন প্ল্যান্ট এবং একটি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলিং ও টেস্টিং ইউনিট আহমেদাবাদে স্থাপন করতে চলেছে।

Next Article