Manish Sisodia: সিবিআই হেফাজতে ‘মানসিক অত্যাচারের শিকার’ মণীশ সিসোদিয়া, অভিযোগ আপ-এর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 05, 2023 | 6:41 PM

মণীশ সিসোদিয়াজিকে মিথ্যা স্বীকারোক্তিতে স্বাক্ষর করানোর জন্য সিবিআই মানসিক অত্যাচার করছে বলে অভিযোগ আপ নেতার।

Manish Sisodia: সিবিআই হেফাজতে মানসিক অত্যাচারের শিকার মণীশ সিসোদিয়া, অভিযোগ আপ-এর
মণীশ সিসোদিয়া। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: সিবিআই হেফাজতে মণীশ সিসোদিয়াকে ‘মানসিকভাবে অত্যাচার’ করা হচ্ছে। উপ-মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার আটদিনের মাথায় এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি (AAP)। রবিবার আপ নেতা সঞ্জয় সিংয়ের আরও অভিযোগ, সিবিআই আধিকারিকেরা তাঁকে ‘মিথ্যা স্বীকারোক্তিতে’ স্বাক্ষর করাতে চাইছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং বলেন, “গত ছয়দিন ধরে মণীশ সিসোদিয়াকে সিবিআই হেফাজতে রাখা হয়েছে। আমরা খবর পেয়েছি যে, মণীশ সিসোদিয়াজিকে মিথ্যা স্বীকারোক্তিতে স্বাক্ষর করানোর জন্য মানসিক অত্যাচার করছে।” শনিবার আইনজীবী মারফৎ সিসোদিয়া এরকম ইঙ্গিত দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

মণীশ সিসোদিয়ার সঙ্গে যেটা হচ্ছে, সেটা ‘দুর্ভাগ্যজনক’ জানিয়ে আপ নেতা সঞ্জয় সিং বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে ব্যক্তি দরিদ্র শিশুদের জন্য কাজ করেছেন, যাঁর কাজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, এমনকি মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীও ভারতে এসেছেন এবং মণীশ সিসোদিয়ার তৈরি স্কুল দেখতে চেয়েছিলেন, সেই সিসোদিয়াকে মানসিকভাবে অত্যাচার করছে সিবিআই। মানসিক হেনস্থার শিকার তিনি। ৮-৯ ঘণ্টা ধরে তাঁকে বসিয়ে একই প্রশ্ন করা হচ্ছে।” আপ-এর পক্ষ থেকে লিখিতভাবে এই অভিযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন সঞ্জয় সিং।

ষড়যন্ত্র করে মণীশ সিসোদিয়াকে ফাঁসানো হয়েছে অভিযোগ তুলে সঞ্জয় সিং আরও বলেন, “সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআইয়ের কোনও প্রমাণ নেই। কোনও তথ্য-প্রমাণ নিখোঁজ বলে সিবিআই আধিকারিকেরা কখনও বলেননি। সিবিআই তাঁর (মণীশ সিসোদিয়া) বাড়িতে তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছুই পায়নি।”

প্রসঙ্গত, গত ৬ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন মণীশ সিসোদিয়া। দীর্ঘ ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। তারপর তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেন। এরপর শনিবার তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ আরও দু-দিন বাড়ানো হয়।

Next Article