আসন ভাগাভাগি চূড়ান্ত আপ-কংগ্রেসের, ১৮ তারিখ INDIA জোটের ‘লিটমাস টেস্ট’

Chandigarh mayoral polls: ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলির সঙ্গে কংগ্রেসের বিশেষ বনিবনা নেই, তার শীর্ষে থাকবে আপের নাম। অদ্ভুতভাবে সেই আপের সঙ্গেই প্রথমবার জোট বেঁধে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে কংগ্রেস। লোকসভার বড় লড়াইয়ের আগে, এই নির্বাচন ইন্ডিয়া জোটের জন্য একটা 'লিটমাস টেস্ট' বলে মনে করা হচ্ছে।

আসন ভাগাভাগি চূড়ান্ত আপ-কংগ্রেসের, ১৮ তারিখ INDIA জোটের 'লিটমাস টেস্ট'
চণ্ডীগড়ে দেখা গেল ইন্ডিয়া জোটের প্রথম ঝলকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 4:54 PM

চণ্ডীগড়: একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামান্য মেয়র পদের নির্বাচন। কিন্তু, এই ছোট্ট নির্বাচনই ২০২৪ লোকসভা নির্বাচনের রূপরেখা গড়ে দিতে পারে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বিরোধী জোট ইন্ডিয়া, এই নির্বাচনে কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে, তার একটা আভাস দেবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই প্রথম কোনও নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চলেছে ইন্ডিয়া জোটের দুই দল। তার উপর এই দুই দল হল কংগ্রেস এবং আম আদমি পার্টি। ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলির সঙ্গে কংগ্রেসের বিশেষ বনিবনা নেই, তার শীর্ষে থাকবে আপের নাম। অদ্ভুতভাবে সেই আপের সঙ্গেই প্রথমবার জোট বেঁধে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে কংগ্রেস। সোমবার (১৫ জানুয়ারি), দীর্ঘ উত্তেজনাপূর্ণ বৈঠকের শেষে, এদিন কংগ্রেস এবং আপ সিদ্ধান্ত নিয়েছে, চণ্ডীগড় মেয়র নির্বাচনে মেয়র পদের জন্য প্রার্থী দেবে আপ, আর সিনিয়র ডেপুটি মেয়র এবং ডেপুটি মেয়র পদের জন্য প্রার্থী দেবে কংগ্রেস।

চণ্ডীগড়ের মেয়র, সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদের নির্বাচন হবে ১৮ জানুয়ারি। মেয়র পদটি তফশিলি উপজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। গত মাসেও একবার এই নির্বাচন ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য আলোচনায় বসেছিল কংগ্রেস-আপ। কিন্তু কোনও রফাসূত্র বের হয়নি। এদিন, চণ্ডীগড়ে গিয়ে সেখানকার আপ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিশিষ্ট কংগ্রেস নেতা পবন বনসল এবং স্থানীয় আপ নেতৃত্ব। তাতেই মিলেছে সমাধান সূত্র। চণ্ডীগড়ে আপের শক্তির প্রেক্ষিতে, মেয়র পদের দাবি ছেড়ে দিয়েছে কংগ্রেস। বৈঠকের পর পবন বনসল বলেন, “আমরা চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের বিষয়ে একমত হতে পেরেছি। এখানে আপের বেশি বিধায়ক রয়েছে। তাই আমরা তাদের মেয়র পদটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চণ্ডীগড়ে আপ এবং কংগ্রেসের মধ্যে এই আসন ভাগাভাগির ভবিষ্যতের দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার একটি রূপরেখা তৈরি করে দিল।”

চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ৩৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর একজন আপ কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে, বিজেপির ঘরে এখন রয়েছে ১৬ জন কাউন্সিলর। অন্যদিকে আপের রয়েছে ১২ জন এবং কংগ্রেসের ৭ জন কাউন্সিলর। এই পরিস্থিতিতে কংগ্রেস এবং আপ যৌথভাবে বোর্ড গঠন করে বিজেপিকে আটকাতে চাইছে। গত মাসেও এই বিষয়ে আলোচনায় বসেছিল ইন্ডিয়া জোটের এই দুই দল। কিন্তু, সমাধান ,সূত্র না পাওয়ায় দুই দলই তিনটি পদের জন্য তাদের নিজ নিজ প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে মেয়র পদের দাবি ছেড়ে পিছিয়ে এল কংগ্রেস।

এটা লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে আপ এবং অন্যান্য শরিক দলের সঙ্গে আলোচনার আগে কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ বার্তা বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে, প্রয়োজনে যে তারা শরিক দলগুলিকে অতীতের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেবে, সেই বার্তা দিল কংগ্রেস। কাজেই, লোকসভার বড় লড়াইয়ের আগে, চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই নির্বাচন ইন্ডিয়া জোটের জন্য একটা ‘লিটমাস টেস্ট’ বলে মনে করা হচ্ছে।