AAP: ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ আপ-এর

Sukla Bhattacharjee |

Feb 27, 2024 | 5:33 PM

AAP candidate list: কংগ্রেসের সঙ্গে দিল্লি ও পঞ্জাবে জোট না করার ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত বদল করেছে আম আদমি পার্টি। দিল্লি, হরিয়ানা, গুজরাট ও গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে বলে আপ নেতৃত্ব জানিয়েছে। তবে পঞ্জাবে কংগ্রেস ও আপ আলাদাভাবে লড়বে।

AAP: ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ আপ-এর
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা ভোটের এখনও দিন ঘোষণা হয়নি। আসন রফা নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের দর কষাকষি এখনও চলছে। এর মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করল অরবিন্দ কেজরিবালের দল, আম আদমি পার্টি। মঙ্গলবার দিল্লি এবং হরিয়ানার প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপ।

কংগ্রেসের সঙ্গে দিল্লি ও পঞ্জাবে জোট না করার ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত বদল করেছে আম আদমি পার্টি। দিল্লি, হরিয়ানা, গুজরাট ও গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে বলে আপ নেতৃত্ব জানিয়েছে। তবে পঞ্জাবে কংগ্রেস ও আপ আলাদাভাবে লড়বে। দিল্লি ও হরিয়ানার যে সমস্ত কেন্দ্রে আপের প্রার্থী লড়বেন, সেই প্রার্থীদের নামের তালিকা এদিন প্রকাশ করল আপ। যার মধ্য়ে সোমনাথ ভারতী, মহাবল মিশ্রের মতো প্রার্থী রয়েছেন। আপ-এর সিনিয়ার নেতা সন্দীপ পাঠক বলেন, আমরা ৫ রাজ্যে এবং মোট ২৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।

আপ-এর তালিকা অনুসারে, দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী হচ্ছেন সাহিরাম, পশ্চিম দিল্লি থেকে প্রার্থী হচ্ছেন মহাবল মিশ্র এবং পূর্ব দিল্লির প্রার্থী হবেন কুলদীপ কুমার। অন্যদিকে, হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্রের প্রার্থী হবেন সুশীল গুপ্তা। গত লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন সুশীল গুপ্তা।

প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কেন্দ্র থেকে উৎখাত করতে জোট বেঁধেছে অবিজেপি দলগুলি। যার মধ্যে কংগ্রেস ছাড়াও রয়েছে তৃণমূল কংগ্রেস, আপ, এসপি, ডিএমকে, জেডি(ইউ)-সহ অন্যান্য অবিজেপি দল। কিন্তু, আসন নিয়ে দড়ি টানাটানির জেরে এখনও কার্যত মুখ থুবড়ে পড়েছে জোটের ভবিষ্যৎ।

Next Article