নয়া দিল্লি: রাজনীতির ময়দান থেকে সেলেব দুনিয়ায় এখন চর্চার অন্যতম বিষয় হল, রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার (Raghav-Pariniti marriage) বিয়ে। চলতি মাসেই শেষেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই দুনিয়ার এই দুই সেলিব্রিটি। রাঘব-পরিণীতির বিয়েতে অতিথির সংখ্যা তুলনামূলক কম হলেও তালিকায় রয়েছেন রাজনীতি ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। সেই তালিকায় এবার সংযুক্ত হলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শনিবারই বঙ্গভবনে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন আপ নেতা রাঘব চাড্ডা।
জি-২০ সামিট উপলক্ষ্যে বর্তমানে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উঠেছেন বঙ্গভবনে। এদিন বিকালে সেখানেই আসেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তবে কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে নিজের বিয়ের আমন্ত্রণ জানাতেই আপ নেতা বঙ্গভবনে আসেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে বলিউডের অন্যতম প্রতীক্ষিত বিবাহ অনুষ্ঠান হতে চলেছে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার বিয়ে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। হলদি, মেহেন্দি, সঙ্গীতের পর আগামী ২৪ সেপ্টেম্বর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। উদয়পুরের বিলাসবহুল হোটেলেই ৮ দিন ব্যাপী তাঁদের বিবাহ অনুষ্ঠান চলবে বলে জানা যাচ্ছে। তারপর গুরুগ্রামের হোটেলে তাঁদের রিসেপশনের আয়োজন করা হয়েছে। রাঘব-পরিণীতির বিবাহ অনুষ্ঠানে রাজনীতি থেকে বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আমন্ত্রিত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।