নয়া দিল্লি: একদিকে জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সোমবারই তিহাড়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এবার সেই মামলাতেই জামিন পেলেন আপ সাংসদ সঞ্জয় সিং। মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তিনি। কোনও টাকা উদ্ধার না হওয়া সত্ত্বেও কেন ৬ মাস তাঁকে জেলে রাখা হল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই প্রশ্নই করেছে শীর্ষ আদালত।
রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং গত বছরে অক্টোবর মাস থেকে আবগারি মামলায় জেলবন্দি ছিলেন। এরপর থেকে এই মামলায় নাম জড়ায় একের পর এক আপ নেতার। লোকসভা ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে এই মামলাতেই গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীবাল, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার মতো নেতারা।
আবগারি মামলার সঙ্গে জড়িত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় সিং-কে। গত মাসে জেল হেফাজতে থাকাকালীনই সাংসদ হিসেবে শপথ নেন তিনি।
এর আগে জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিং। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
অবশেষে আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ সঞ্জয় সিং-কে জামিন দিয়েছে। উল্লেখ্য, সঞ্জয় সিং রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ লোকসভা ভোটের আগে আপ-এর প্রচারে অংশ নিতে পারবেন তিনি।