নয়া দিল্লি: এক নজিরবিহীন ঘটনার সাক্ষী দিল্লি বিধানসভা। একে অপরের দিকে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভা চত্বরে রাতভর প্রতিবাদে সরব শাসক আম আদমি পার্টি (Aam Admi Party) ও বিরোধী বিজেপি (BJP)। গতকালই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) দল। আপের দাবি, ২০১৬ সালে নোটবন্দির সময় ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মীদের মাধ্যমে প্রচুর পুরনো নোট বদল করেছেন সাক্সেনা। অন্যদিকে বিজেপি বিধায়করা মন্ত্রিসভা থেকে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের অপসারণের দাবিতে সরব হয়েছেন। অরবিন্দ কেজরীবাল ঘনিষ্ঠ এই দুই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
সোমবার গভীররাতে বিধানসভা চত্বরে শাসক-বিরোধী উভয় দলের বিধায়কদের ধর্নায় বসতে দেখা গিয়েছে। আপ বিধায়কদের মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে। গান গেয়ে, স্লোগান তুলে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লির এলজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আপ বিধায়করা। তাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্সেনার দুর্নীতির বিষয়ে অবগত হওয়া সত্ত্বেও তাঁকে এলজি হিসেবে নিয়োগ করেছেন। অন্যদিকে বিজেপি বিধায়কদের ভগৎ সিং, সুখদের ও রাজগুরুর মূর্তির সামনে বসে থাকতে দেখা গিয়েছে। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরী জানিয়েছেন, অধিবেশন চলাকালীন তাদের কথা শোনা হয়নি, সেই কারণে তাঁরা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতেই সাংবাদিক বৈঠক করে আপকে নিশানা করেছে বিজেপি। বিজেপির দাবি, আবগারি নীতি নিয়ে দিল্লি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও বেনিয়মের যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরাতেই লেফটেন্যান্ট গভর্নরকে নিশানা করছে বিজেপি। সম্প্রতি আপ সরকারের নয়া আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল সাক্সেনা। এমনকী সরাসরি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দিকে আঙুল তুলেছিলেন তিনি। আপের দাবি ছিল, দিল্লির এলজি সরকারি কাজে অযাচিতভাবে ‘হস্তক্ষেপ’ করছেন। আবগারি নীতিতে দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই। আগামী দিনে পরিস্থিতি কোন নতুন দিকে মোড় নেয় কি না, সেটাই এখন দেখার।