জয়পুর: একের পর এক যৌন নির্যাতনের ঘঠনা ঘটছে রাজস্থানে। এ বার স্কুলের এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল। ওই নাবালিকা ছাত্রীকে তিন যুবক অপহরণ করে নিয়ে যায় নিকটবর্তী জঙ্গলে। সেখানেই দফায় দফায় তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুর জেলায়। বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তরা সকলেই পতালক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার স্কুলে যাচ্ছিল নবম শ্রেণির ওই ছাত্রী। সে সময়ই তিন অভিযুক্ত তাকে অপহরণ করে বলে অভিযোগ। এর পর নিকটবর্তী জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয় ওই নাবালিকা ছাত্রীকে। সেখানে অভিযুক্তরা পালা করে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে দোয়ারা থানায়। ঘটনা নিয়ে ওই থানার স্টেশন হাউস অফিসার হেমন্ত চৌহ্বান জানিয়েছেন, গণধর্ষণের ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
দিন কয়েক আগেই ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৮ ব্যক্তির বিরুদ্ধে। রাজস্থানে আলওয়ারে ঘটেছিল এই ঘটনা। তার আগে দুই বোন ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। ওই দুই বোনকে ১৮ মাস ধরে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। ওই দুই নির্যাতিতা একটি ফার্ম হাউসে কাজ করতেন। সেখানেই থাকতেন তাঁরা। সেই ফার্মহাউসের মালিকই দুই বোনকে দেড় বছর ধরে ধর্ষণ করেছিল বলে অভিযোগ।