Abhishek Banerjee in Supreme Court: অভিষেক-রুজিরার বিদেশ যাত্রার অনুমতির মামলা আজ শুনল না সুপ্রিম কোর্ট

Sudeshna Ghoshal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 10, 2023 | 12:53 PM

Abhishek Banerjee in Supreme Court: সুপ্রিম কোর্টের সাইটে দেওয়া নোটিফিকেশন অনুযায়ী, বিচারপতি সঞ্জয় কিশন কওলের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বসবে না। অন্য মামলা শুনবে তাঁরা।

Abhishek Banerjee in Supreme Court: অভিষেক-রুজিরার বিদেশ যাত্রার অনুমতির মামলা আজ শুনল না সুপ্রিম কোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি। বারংবার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে। এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আদালতের ওয়েব সাইট বলছে সেই সম্ভাবনা নেই।

সুপ্রিম কোর্টের সাইটে দেওয়া নোটিফিকেশন অনুযায়ী, বিচারপতি সঞ্জয় কিশন কওলের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বসবে। কিন্তু অভিষেক-রুজিরার দায়ের করা মামলা আজ শুনবেন না বিচারপতি। পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হবে।

বস্তুত, কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা উভয়ের নামই জড়ায়। তাঁদের তলব করার পাশাপাশি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গোয়েন্দা সংস্থা। বিদেশ যাওয়ার ক্ষেত্রেও আসে বারংবার বাধা।

সম্প্রতি, বিদেশ যাত্রার আগে বিমানবন্দরেই আটকানো হয় রুজিরাকে। দুবাই যাওয়ার বিমান ধরার কথা ছিল তাঁর। কিন্তু অভিবাসন দফতরের কর্তারা তাঁকে আটকান। দফতরের কর্তাদের দাবি, যেহেতু অভিষেক পত্নীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছিল সেই কারণেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সেই কারণে বিদেশ যেতে পারবেন না।

অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে অস্ত্রোপচার করার জন্য বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নিয়ে যেতে হয়েছিল। শ্যালিকা মেনকা গম্ভীরকেও ব্যাঙ্কক যাওয়ার পথে আটকেছিলেন অভিবাসব দফতরের কর্তারা। এমন অবস্থায় বারংবার কেন তাঁর পরিবারকে বিদেশ যেতে বাধা দেওয়া হচ্ছে সেই নিয়েই আদালতের হস্তক্ষেপ চান অভিষেক।

 

Next Article