সিমলা: ভরা বর্ষায় ভয়ঙ্কর রূপ পাহাড়ের। যত বৃষ্টির পরিমাণ বাড়ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। একদিকে পাহাড়ে ধস(Landslide), পাশাপাশি হড়পা বান (Flash Flood)। কাগজের দলার মতো ভেসে যাচ্ছে ঘর-বাড়ি। রাস্তাগুলি কার্যত নদীতে পরিণত হয়েছে। ভারী বৃষ্টিতে হিমাচল প্রদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিয়োতে উঠে এসেছে। এবার আরও কয়েকটি ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এল, যেখানে দেখা গেল রাজ্য পরিবহণ বিভাগের একটি বাস নিমেষে জলে ভেসে যাচ্ছে। পাহাড়ি রাস্তা থেকে শুরু করে জাতীয় সড়ক, হড়পা বান ও ধসের জেরে ভেঙে গিয়েছে।
ভারী বৃষ্টিতে গোটা উত্তর-পূর্ব ভারতই ভাসছে। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশই। বিগত কয়েকদিনেই বৃষ্টিতে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে মানালি-মান্ডির সংযোগকারী সড়ক। হড়পা বানেও ভেঙে গিয়েছে জাতীয় সড়কের একটা বড় অংশ। একটানা ৭২ ঘণ্টার বৃষ্টিতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।
হিমাচলে বিপর্যয়ের যে ভয়ঙ্কর দৃশ্যগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে একটি হল মানালির। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল হিমাচল প্রদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস। পাশ থেকেই বয়ে যাচ্ছে নদী। বৃষ্টির জলে রীতিমতো ফুঁসছে নদী। হঠাৎই রাস্তার কিছুটা অংশ ভেঙে পড়ে, নিমেষে বাসটি কাত হয়ে নদীর জলে পড়ে যায়। ভেসে যায় আস্ত বাসটি।
Video | At Himachal’s Manali, Gushing Waters Swallow Huge Bus In Seconds pic.twitter.com/aj3c22Qw8v
— Daily Excelsior (@DailyExcelsior1) July 10, 2023
ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে যেভাবে পাহাড় থেকে ধস ও হড়পা বান নেমে আসছে, তাতে ভেঙে পড়া গাছ সহ যাবতীয় জিনিস ভেসে আসছে কাদা-মাটি ও জলের স্রোতের সঙ্গে। নদীর জলের সঙ্গে যদি এই বাসও ভেসে জনবসতির উপরে আছড়ে পড়ে, তবে তার পরিণতি ভয়ানক হবে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনও রাজ্য়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয়ের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে ১১০০, ১০৭০, ১০৭৭- এই তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সকলকে আগামী ২৪ ঘণ্টা বাড়িতে থাকার অনুরোধ করেছেন।