ABVP: ফের দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়, ছাত্র সংসদের নির্বাচনে দাপট এবিভিপি-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 23, 2023 | 11:45 PM

DU: ২০১৯ সালে শেষবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল। সেবারও চারটি পদের মধ্যে তিনটি পদে জয়ী হয়েছিল এবিভিপি। করোনার জন্য গত দু-বছর ভোট হয়নি। এবারও আগের মতোই ফল হল। তবে এবার ভোটের হার বেড়েছে।

ABVP: ফের দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়, ছাত্র সংসদের নির্বাচনে দাপট এবিভিপি-র
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটে জয়ী এবিভিপি।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ে (DU) ফের উঠল গেরুয়া ঝড়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হয়েছে বিজেপির ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ৪টি আসনের মধ্যে ৩টি আসনই পেয়েছে ABVP। আর মাত্র ১টি আসন পেয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনয়ন অফ ইন্ডিয়া (NSUI)। শনিবার সন্ধ্যায় ভোটের ফল প্রকাশ হতেই উল্লাসে ফেটে পড়েন এবিভিপি সমর্থকেরা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও।

দিল্লি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল শুক্রবার। এদিন ফল প্রকাশিত হয়। ১৯,৭৭৯ ভোট পেয়ে ছাত্র সংসদের সভাপতি পদটি দখল করেছে এবিভিপি। সেখানে এনএসইউআই পেয়েছে ১২,২২৫ ভোট। এরপর ১৫,৯৩৩ ভোট পেয়ে সম্পাদক পদটি পেয়েছে এবিভিপি। সেখানে এনএসইউআই পেয়েছে মাত্র ৬,৭৯৮টি ভোট। যুগ্ম সম্পাদকের পদটিও পেয়েছে এবিভিপি। তাদের এই পদে প্রাপ্ত ভোট ১৫,৩৩২। আর এনএসইউআই পেয়েছে প্রায় অর্ধেক, ৮,৮১১টি ভোট। তবে সহ-সভাপতির পদটি পেয়েছে এনএসইউআই। যদিও ভোটের মার্জিন খুবই কম। এনএসইউআই পেয়েছে ১৩,৩০৬টি ভোট এবং এবিভিপি পেয়েছে ১৩,০৫৬টি ভোট।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে জয়ের জন্য এবিভিপি-কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও রাজনীতির উপর যুবদের বিশ্বাদের ফল এই জয় বলে টুইটারে উল্লেখ করেছেন তিনি। এটা রাষ্ট্রবাদের জয় বলে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সরাসরি রাহুল গান্ধীকে কটাক্ষ করে টুইট-পোস্টে তিনি লিখেছেন, “দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার এবিভিপি-র ভোট বাড়াতে সাহায্য করেছে।”

২০১৯ সালে শেষবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল। সেবারও চারটি পদের মধ্যে তিনটি পদে জয়ী হয়েছিল এবিভিপি। করোনার জন্য গত দু-বছর ভোট হয়নি। এবারও আগের মতোই ফল হল। তবে এবার ভোটের হার বেড়েছে। ৪২ শতাংশ ভোট পড়েছে। যেখানে গতবারে ভোট পড়েছিল ৩৯.৯ শতাংশ।

Next Article