Prahlad Modi: ডিভাইডারে সজোরে ধাক্কা মারল গাড়ি, গুরুতর আহত প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 27, 2022 | 4:52 PM

PM's brother Prahlad Modi injured in accident: মঙ্গলবার (২৭ ডিসেম্বর), কর্নাটকের মাইসুরুর ঠিক বাইরে, কাড়কোল্লা নামে এক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই, প্রহ্লাদ মোদীর গাড়ি।

Prahlad Modi: ডিভাইডারে সজোরে ধাক্কা মারল গাড়ি, গুরুতর আহত প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী
দুর্ঘটনার কবলে প্রহ্লাদ মোদীর গাড়ি

Follow Us

মাইসুরু: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই , প্রহ্লাদ মোদী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর), কর্নাটকের মাইসুরুর ঠিক বাইরে, কাড়কোল্লা নামে এক এলাকায় প্রহ্লাদ মোদীর গাড়িতে দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, গাড়িটি বেশ গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। প্রহ্লাদ মোদী-সহ গাড়িতে থাকা ৫ ব্যক্তি আহত হন। আহতদের দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর ভাই আপাতত বিপন্মুক্ত। দুর্ঘটনার সময় প্রহ্লাদ মোদী মাইসুরু থেকে সড়কপথে চামরঞ্জনগড় এবং বন্দিপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে প্রহ্লাদ মোদী ছাড়াও, তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিলেন।


পুলিশ আরও জানিয়েছে, এদিন প্রহ্লাদ মোদী, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে একটি মার্সিডিজ় বেঞ্জ গাড়িতে করে বন্দিপুরায় যাচ্ছিলেন। পথে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রহ্লাদ মোদীর পুত্র ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মাইসুরুর জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাতির পা ভেঙে গিয়েছে। তার মাথায়ও সামান্য় চোট লেগেছে বলে জানা গিয়েছে। বাকিদের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে, জেএসএস হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন সুত্তুর মঠের প্রধান শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামীজি। সোশ্যাল মিডিয়ায় গাড়িটির যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, গাড়িটির সামনে অংশের বেশ ক্ষতি হয়েছে। ডানদিকের সামনের চাকাটি খুলে গিয়েছে। গাড়িটি পরে একটি ক্রেন দিয়ে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলে পরিদর্শনে যান মাইসরু সিটি পুলিশ কমিশনার রমেশ বানোধ এবং মাইসুরু জেলা পুলিশ সুপার সীমা লাটকার। এই ঘটনার প্রেক্ষিতে মাইসুরু দক্ষিণ থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

Next Article