নয়া দিল্লি: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এবার জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র দফতর (Home Ministry) সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর জীবনের ঝুঁকির কথা ভেবেই কেন্দ্রের পক্ষ থেকে এমন প্রস্তাব পাঠানো হয়েছে এই তৃণমূল নেতাকে। শুভেন্দুর কাছে এই প্রস্তাব এসে পৌঁছলেও, এখনই তিনি সেটা গ্রহণ করতে সম্মত হননি বলেই খবর সূত্রের।
সদ্য মন্ত্রিত্ব ত্যাগী রাজ্যের এই প্রাক্তন পরিবহণ মন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের স্বতঃপ্রণোদিত ভাবে নিরাপত্তা দেওয়ার ঘটনা অনেকটাই ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে গত কয়েক মাসে রাজ্যের শাসকদলের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছে, এবং তিনি তৃণমূল ও বিধায়ক পদ ছাড়তে পারেন এমন জল্পনাও যখন তৈরি হয়েছে, সেই সময়ে কেন্দ্রের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব রাজনৈতিকভাবে অনেকটাই তাৎপর্যপূর্ণ।
লালগড় আন্দোলনের পরবর্তী সময়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকার শুভেন্দুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে এসেছে। মাওবাদী এলাকায় দীর্ঘসময় বিচরণ করে নিজের রাজনৈতিক জীবনের অনেকটা সময় সেখানে কাটিয়েছেন শুভেন্দু। বস্তুত, সেই ঝুঁকির কথা ভেবেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সম্প্রতি সেই নিরাপত্তা অনেকটাই তুলে নেওয়া হয়েছে। বর্তমানে শুভেন্দু নিজেও রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা নিতে চান না। যদিও রাজ্য পুলিসের দাবি, শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁর সঙ্গেই রয়েছেন। উল্টোদিকে শুভেন্দু ঘনিষ্ঠ মহল দাবি করেছে, পরিবহণ মন্ত্রী বর্তমানে রাজ্য সরকারের কোনও নিরাপত্তা ব্যবহার করেন না। এই পরিস্থিতিতে শুভেন্দুর উপর মাও-ঝুঁকির কথা মাথায় রেখেই তাঁকে নিরাপত্তা দিতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই শুভেন্দুকে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে প্রাক্তন মন্ত্রী এখনই সেই নিরাপত্তা গ্রহণ করতে রাজি হননি বলে দাবি শুভেন্দু ঘনিষ্ঠদের। তিনি কেন্দ্রীয় সরকারের প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: নির্বাচনের আগেই রাজ্যে উচ্চ প্রাথমিকে নিয়োগ! দিনভর বৈঠক চলল বিকাশ ভবনে
এই প্রস্তাব যদি শুভেন্দু গ্রহণ করেন, তবে সিআরপিএফ বা সিআইএসএফ-এর মত কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা তাঁর সুরক্ষার দায়িত্ব নেবেন। সঙ্গে বুলেটপ্রুফ গাড়ি ও দেওয়া হবে তাঁকে। তবে কেন্দ্রের এই প্রস্তাব তিনি এখনই গ্রহণ না করায় সেই নিরাপত্তা কার্যকর হওয়ার প্রশ্ন আসছে না।