রায়পুর: মাছ চুরিকে কেন্দ্র করে হইচই ছত্তীসগড়ে (Chhattisgarh)। গ্রামের কয়েকজন যুবক মাছ চুরি করে ধরা পড়ে। আর তারপরেই বিপত্তি। মারাত্মক শাস্তি পেতে হল ৮ জন যুবককে। জানা গিয়েছে, ওই ৮ জন যুবক আদিবাসী (Tribal) সম্প্রদায়ের। চুরির ঘটনার জেরে প্রত্যেককে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ উঠেছে ওই গ্রামেরই ১০ জনের বিরুদ্ধে। বলরামপুর জেলার চেরা গ্রামের ঘটনায় তাজ্জব বহু মানুষ। স্থানীয় পুকুর থেকে মাছ চুরি হয়। মাছ চুরির দায়ে ৮ জন আদিবাসী যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
১৬ জুন এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে। গাছের সঙ্গে ৮ জনকে বেঁধে মারধরের ভিডিয়ো করে গ্রামবাসীরা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পাশাপাশি সাড়ে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। অভিযুক্ত ১০ জন বলরামপুরে পুলিশি হেফাজতে আছেন।
আরও পড়ুন: টিকারণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হবে, বিজ্ঞপ্তি ইউজিসির