Ranbir Kapoor on PM Narendra Modi: মোদীতে মুগ্ধ রণবীর, শোনালেন ৪-৫ বছর আগে সাক্ষাতের কথা

Jul 28, 2024 | 9:37 PM

Ranbir Kapoor on PM Narendra Modi: রণবীর কাপুর বলেন, "বছর চার-পাঁচেক আগে আমরা অভিনেতা-পরিচালকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি কীভাবে বক্তব্য রাখেন, তা টেলিভিশনে দেখা যায়। তিনি একজন অসাধারণ বাগ্মী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ঘটনা এখনও চোখের সামনে ভাসে। আমরা বসে রয়েছি। তিনি হেঁটে এলেন। তাঁর মধ্যে একটা আকর্ষণী ক্ষমতা রয়েছে।"

Ranbir Kapoor on PM Narendra Modi: মোদীতে মুগ্ধ রণবীর, শোনালেন ৪-৫ বছর আগে সাক্ষাতের কথা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতায় মুগ্ধ রণবীর কাপুর

Follow Us

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে মুগ্ধ অভিনেতা রণবীর কাপুর। প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন। অন্ত্রপ্রনর নিখিল কামাথের সঙ্গে একটি পডকাস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করলেন বলিউড এই অভিনেতা। তাঁর বাবার স্বাস্থ্যের খোঁজ প্রধানমন্ত্রী যেভাবে নিয়েছিলেন, তাতে অভিভূত হয়ে যান তিনি।

অন্ত্রপ্রনর নিখিল কামাথ ওই পডকাস্টে রণবীরকে জিজ্ঞাসা করেন যে রাজনীতি নিয়ে তাঁর কী ভাবনা? উত্তরে রণবীর কাপুর বলেন যে তিনি রাজনীতি নিয়ে বেশি ভাবেন না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করেন। এরপরই ৪-৫ বছর আগে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রসঙ্গ তোলেন তিনি।

রণবীর কাপুর বলেন, “বছর চার-পাঁচেক আগে আমরা অভিনেতা-পরিচালকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি কীভাবে বক্তব্য রাখেন, তা টেলিভিশনে দেখা যায়। তিনি একজন অসাধারণ বাগ্মী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ঘটনা এখনও চোখের সামনে ভাসে। আমরা বসে রয়েছি। তিনি হেঁটে এলেন। তাঁর মধ্যে একটা আকর্ষণী ক্ষমতা রয়েছে। তিনি এসে বসলেন। তিনি প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বললেন। আমার বাবা সেইসময় অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চান, কেমন চিকিৎসা চলছে আমার বাবার। সবকিছু শুনলেন তিনি।”

ওই সাক্ষাতে প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাদ করে কথা বলেন জানিয়ে রণবীর বলেন, “প্রধানমন্ত্রী আলিয়ার সঙ্গে কথা বলেন। ভিকি কৌশলের সঙ্গে অন্য বিষয়ে কথা বলেন। আবার করণ জোহরের সঙ্গে তাঁর বিষয়ে কথা বলেন। প্রত্যেকের সঙ্গেই তাঁর সাক্ষাৎ ছিল ব্যক্তিগত।”

মোদীতে মুগ্ধ রণবীর বলেন, মহান ব্যক্তিদের মধ্যে তিনি এই আচরণ নজর করেছেন। তাঁদের এটা করার দরকার পড়ে না। কিন্তু, তাঁরা করেন। শাহরুখ খানের কথা উল্লেখ করেন রণবীর। এরকম আরও মহান ব্যক্তি রয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

ওই পডকাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন নিখিল কামাথও। তিনি বলেন, একাধিক ইভেন্টে প্রধানমন্ত্রীর আশপাশে থাকার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রীর কর্মক্ষমতা দেখে তিনি অভিভূত। একবার প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের প্রসঙ্গ তুলে নিখিল বলেন, “একবার আমরা আমেরিকার ওয়াশিংটনে ছিলাম। সকাল আটটায় আমেরিকার কয়েকজন ব্যবসায়ী ও আমাদের সঙ্গে একটি রুমে প্রধানমন্ত্রীর আলোচনা ছিল। এরপর সকাল ১১টায় অন্য কোথাও বক্তব্য দেওয়ার কথা। তারপর দুপুর ১টায় আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক। বিকেল ৪টায় তাঁর কিছু করার কথা। রাত ৮টা এবং রাত ১১টায়ও কর্মসূচি প্রধানমন্ত্রীর। রাত ৮টায় আমি ক্লান্ত হয়ে পড়ি। ২ দিন পরও দুর্বলতা কাটেনি। সেইসময় প্রধানমন্ত্রী মিশর সফরে রওনা দিয়েছেন। সেখানেও তাঁর একইরকম কর্মসূচি। এই বয়সে তাঁর এই এনার্জি। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।”

Next Article