লখনউ: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি। দিনক্ষণও এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোটের হাওয়া এখন থেকেই গরম হতে শুরু করে দিয়েছে। তপ্ত হচ্ছে যোগী রাজ্যের হাওয়া। প্রতিটি শিবিরই নিজের নিজের ঘুঁটি সাজাতে ব্যস্ত। আর এরই মধ্যে ভোটের তাপ আরও বাড়িয়ে দিয়েছে যোগীর সঙ্গে কঙ্গনার সাক্ষাৎ। তবে কি আসন্ন নির্বাচনে সঙ্গে যোগীর দলের তারকা প্রচারক হচ্ছেন কঙ্গনা? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে উত্তর প্রদেশের রাজনীতির অলিন্দে। বাড়ছে জল্পনা।
জানা গিয়েছে, মোরেদাবাদে শুটিং চলছিল অভিনেত্রীর। তেজস সিনেমার বায়ুসেনার আধিকারিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই শুটিং গুটিয়েই মোরেদাবাদ থেকে সোজা পৌঁছে যান লখনউতে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কিছুক্ষণ কথা বলেন অভিনেত্রীর সঙ্গে। সেই বৈঠকের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। আর তারপর থেকেই তুঙ্গে জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, তাহলে কি যোগীর হয়ে ভোটের প্রচারে নামতে দেখা যাবে কঙ্গনাকে?
সাম্প্রতিক অতীতে বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপিকে সমর্থন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এখন উত্তর প্রদেশ সরকারের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। যদিও মুখ্যমন্ত্রীর দফতর থেকে গোটা বিষয়টিকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই যতই সৌজন্য সাক্ষাৎ হিসেব বলা হোক, আদতে আজ লখনউতে যোগীর বাসভবনে এই সাক্ষাতে আসন্ন বিধানসভা ভোটের ঘুঁটি সাজানোর নীল নকশা তৈরি হলে, খুব একটা অবাক হওয়ার নয় বলেই মনে করছেন অনেকে।
এদিকে আসন্ন নির্বাচনে উত্তর প্রদেশে আরও বেশি ভোটে জিতে আসার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ। গত মাসেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যোগী বলেছিলেন, “সরকার, সংগঠন এবং মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসে জাতীয় স্তরে উত্তর প্রদেশ সম্পর্কে ধারণা বদলে গিয়েছে। সরকার পরিচালনার উপর মানুষের আস্থা বেড়েছে। তাই আমাদের বিশ্বাস যে ২০২২ সালের নির্বাচনে আমরা ৩৫০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও জয়লাভ করব।” মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “উত্তর প্রদেশে আগে দাঙ্গা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ সাড়ে চার বছরে একটাও দাঙ্গার ঘটনা ঘটেনি।”
নির্বাচনের এখনও বেশ কয়েকমাস সময় বাকি রইলেও হিন্দুত্বের পোস্টারবয় যে এখন থেকেই ভোটের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, সেটা কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর পূর্বসূরিদের কটাক্ষ করে যোগীর খোঁচা, “আগের মুখ্যমন্ত্রীরা বাংলো বানানোর প্রতিযোগিতা করতেন। কিন্তু নতুন উত্তর প্রদেশে আমরা ৪২ লক্ষ গরিব মানুষের জন্য পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। স্থান, জাত, ধর্ম নির্বিশেষে আমরা আইনের আওতায় থেকে অপরাধীদের মোকাবিলা করেছি। সমাজ বিরোধীদের দখলে থাকা ১৮০০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।”
উল্লেখ্য, উত্তর প্রদেশে গত বিধানসভা নির্বাচনে ৪০৩ টির মধ্যে ৩২৫ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। যা ছিল এক নতুন রেকর্ড। অতীতে উত্তর প্রদেশে কোনও রাজনৈতিক দল এহেন একতরফা ফল করতে পারেনি। কিন্তু যোগী মনে করেন, আগামী বছরের ফলাফল ২০১৭ সালকেও ছাপিয়ে যাবে। তবে ভুলে গেলে চলবে না, সেবার উত্তর প্রদেশ বিধানসভা ভোটের কয়েকমাস আগেই নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা বিজেপির ইতিবাচক ফলের পক্ষে অনুঘটক হিসেবে কাজ করেছিল, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। ফলে যোগীর দাবি বাস্তবে কতটা ফলে, তা দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতেই হচ্ছে।
আরও পড়ুন: Yogi Adityanath: সাড়ে ৪ বছরে একটাও দাঙ্গা হয়নি, আরও বড় ব্যবধানে জিতে ফিরব: আত্মবিশ্বাসী যোগী