লখনউ: পুলিশ কনস্টেবল হওয়ার পরীক্ষা নাকি দিচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনি! অন্তত পুলিশের পরীক্ষার অ্যাডমিট কার্ড এমনটাই বলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। তাতে দেখা যাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপানো হয়েছে সানি লিওনির ছবি।
জানা গিয়েছে, উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য রেজিস্ট্রেশনেই সানি লিওনির ছবি দেখা গিয়েছে। শনিবার, ১৭ ফেব্রুয়ারি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনির ছবি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
Sunny Leone applied for UP police constable examination….😅😅 pic.twitter.com/YuxYMzGjwt
— Simple man (@ArbazAh87590755) February 17, 2024
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। যাচাই করে দেখা গিয়েছে অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা দেওয়া মুম্বইয়ের। রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি, তাঁকে তলব করা হয়েছে। কনৌজ পুলিশের সাইবার সেল এই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবারই কমপক্ষে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই ভুয়ো পরীক্ষার্থী ছিলেন।