AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani Green Energy: আদানিই ফার্স্ট বয়, গ্রিন এনার্জিতে এজিইএল-র নয়া মাইলফলক

Adani Green Energy: এজিইএল-র ১৫৫৩৯.৯ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির মধ্যে ১১০০৫.৫ মেগাওয়াট সৌরশক্তি, ১৯৭৭.৮ মেগাওয়াট বায়ুশক্তি ও ২৫৫৬.৬ মেগাওয়াট বায়ু ও সৌরের হাইব্রিড শক্তি। ২০২৪-২৫ অর্থবর্ষে আদানি গ্রুপ ৩৩০৯ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করেছে। এক অর্থবর্ষে ভারতে যা সর্বোচ্চ।

Adani Green Energy: আদানিই ফার্স্ট বয়, গ্রিন এনার্জিতে এজিইএল-র নয়া মাইলফলক
পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে নয়া মাইলফলক স্পর্শ করল আদানি গ্রুপ
| Updated on: Jun 30, 2025 | 8:26 PM
Share

নয়াদিল্লি: পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে তরতর করে এগিয়ে চলেছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড(AGEL)। ভারতের সর্ববৃহৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি কোম্পানি হল AGEL। আদানি গ্রুপের এই কোম্পানি এবার নতুন মাইলফলক স্পর্শ করল। এজিইএল-র পরিচালন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট(MW) ছাড়িয়ে গেল। এই মুহূর্তে তা ১৫৫৩৯.৯ মেগাওয়াট। কোম্পানির এই সাফল্যে উচ্ছ্বসিত আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

এজিইএল-র ১৫৫৩৯.৯ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির মধ্যে ১১০০৫.৫ মেগাওয়াট সৌরশক্তি, ১৯৭৭.৮ মেগাওয়াট বায়ুশক্তি ও ২৫৫৬.৬ মেগাওয়াট বায়ু ও সৌরের হাইব্রিড শক্তি। ২০২৪-২৫ অর্থবর্ষে আদানি গ্রুপ ৩৩০৯ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করেছে। এক অর্থবর্ষে ভারতে যা সর্বোচ্চ। আর কেউ এক বছরে দেশে এই পরিমাণ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করতে পারেনি। একইসঙ্গে ভারতের প্রথম কোনও কোম্পানি হিসেবে এজিইএল পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পার করেছে।

এজিইএল-র পুনর্নবীকরণযোগ্য শক্তি সবচেয়ে বেশি উৎপাদন হয় গুজরাটের কচ্ছের খাবদায়। এই বিদ্যুৎকেন্দ্র ৫৩৮ বর্গকিমি এলাকাজুড়ে তৈরি হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০ হাজার পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য। আপাতত এখানে ৫৩৫৫.৯ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন হয়।

এজিইএলের সিইও আশিস খান্না এক বিবৃতিতে বলেছেন, “১৫ হাজার মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের মাইলফলক পেরিয়ে যাওয়া গর্বের বিষয়। এই সাফল্য আমাদের দলের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার সাক্ষ্য বহন করছে। আমাদের বিনিয়োগকারী, গ্রাহক, অংশীদারদের সহযোগিতা ছাড়াও এটা সম্ভব হত না। প্রতি পদক্ষেপে তাঁরা আমাদের পাশে রয়েছেন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির লক্ষ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে আদানি গ্রুপ। তাঁর সেই লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেছে এজিইএল। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ১৫ হাজার মেগাওয়াট থেকে বাড়িতে ৫০ হাজার মেগাওয়াট করা।” কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, ১৫,৫৩৯.৯ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে ৭৯ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এজিইএল।