নয়া দিল্লি: দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব শুরু হয়েছে দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে, টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (TV9 Festival of India)। সেখানে দুর্গাপুজোর সঙ্গে শুরু হয়েছে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপো। দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন সামগ্রীর দোকান যেমন রয়েছে, তেমনই আশপাশের বিভিন্ন দেশেরও স্টল রয়েছে। মূলত, বিভিন্ন দেশের প্রসিদ্ধ সামগ্রীর স্টল লাগানো হয়েছে। যেমন রয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টল। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস (Dry fruits) একসঙ্গে পাওয়া যাচ্ছে এখানে।
ড্রাই ফ্রুটসের কথা উঠলেই প্রথমে উঠে আসে আফগানিস্তানের নাম। কিসমিস, আখরোট, বাদামের জন্য প্রসিদ্ধ আফগানিস্তান। স্বাভাবিকভাবেই টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-য় জায়গা করে নিয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টল। কী নেই সেই স্টলে! আখরোট, কিসমিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেজুর, বিভিন্ন ধরনের বাদাম, কেশর, জাফরান, মধু-সহ একাধিক সামগ্রীর সম্ভার রয়েছে। সেগুলি কিনতে দোকানে ভিড়ও জমিয়েছেন টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র অনুষ্ঠান উপভোগ করতে আসা দর্শকেরা। তারই খানিক ভিডিয়ো ধরা পড়েছে টিভি৯ নেটওয়ার্কের ক্যামেরায়।
২০ অক্টোবর থেকে মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এটি চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়েছে। সপ্তমীর পুজো, অষ্টমীর অঞ্জলী, সন্ধিপুজো, দশমীর সিঁদুর খেলা যেমন থাকছে, তেমনই রয়েছে গরবা নাচ। এছাড়া দুর্গাপুজোর সঙ্গে লাইভ মিউজিক-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে পাঁচদিন। তার সঙ্গে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপোতে মিলছে ঘর সাজানোর উপকরণ থেকে গাড়িও। বিভিন্ন প্রদেশের বিশেষ-বিশেষ সামগ্রীর পাশাপাশি আশপাশের বিভিন্ন দেশের স্টলও রয়েছে এখানে।
নয়া দিল্লি: দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব শুরু হয়েছে দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে, টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (TV9 Festival of India)। সেখানে দুর্গাপুজোর সঙ্গে শুরু হয়েছে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপো। দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন সামগ্রীর দোকান যেমন রয়েছে, তেমনই আশপাশের বিভিন্ন দেশেরও স্টল রয়েছে। মূলত, বিভিন্ন দেশের প্রসিদ্ধ সামগ্রীর স্টল লাগানো হয়েছে। যেমন রয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টল। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস (Dry fruits) একসঙ্গে পাওয়া যাচ্ছে এখানে।
ড্রাই ফ্রুটসের কথা উঠলেই প্রথমে উঠে আসে আফগানিস্তানের নাম। কিসমিস, আখরোট, বাদামের জন্য প্রসিদ্ধ আফগানিস্তান। স্বাভাবিকভাবেই টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-য় জায়গা করে নিয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টল। কী নেই সেই স্টলে! আখরোট, কিসমিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেজুর, বিভিন্ন ধরনের বাদাম, কেশর, জাফরান, মধু-সহ একাধিক সামগ্রীর সম্ভার রয়েছে। সেগুলি কিনতে দোকানে ভিড়ও জমিয়েছেন টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র অনুষ্ঠান উপভোগ করতে আসা দর্শকেরা। তারই খানিক ভিডিয়ো ধরা পড়েছে টিভি৯ নেটওয়ার্কের ক্যামেরায়।
২০ অক্টোবর থেকে মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এটি চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়েছে। সপ্তমীর পুজো, অষ্টমীর অঞ্জলী, সন্ধিপুজো, দশমীর সিঁদুর খেলা যেমন থাকছে, তেমনই রয়েছে গরবা নাচ। এছাড়া দুর্গাপুজোর সঙ্গে লাইভ মিউজিক-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে পাঁচদিন। তার সঙ্গে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপোতে মিলছে ঘর সাজানোর উপকরণ থেকে গাড়িও। বিভিন্ন প্রদেশের বিশেষ-বিশেষ সামগ্রীর পাশাপাশি আশপাশের বিভিন্ন দেশের স্টলও রয়েছে এখানে।