AFSPA: অসমের পশ্চিম কার্বি আংলং জেলা থেকে আফস্পা প্রত্যাহার, থেকে গেল ৮ জেলায়

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 20, 2022 | 10:10 PM

AFSPA withdrawn: বৃহস্পতিবার (২০ অক্টোবর) পশ্চিম কার্বি আংলং জেলা থেকে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফস্পা প্রত্যাহার করল অসম সরকার। তবে, আটটি জেলা এবং একটি মহকুমায় আফস্পা আইনের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।

AFSPA: অসমের পশ্চিম কার্বি আংলং জেলা থেকে আফস্পা প্রত্যাহার, থেকে গেল ৮ জেলায়
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আফস্পা একটি অত্যন্ত বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে

Follow Us

গুয়াহাটি: বৃহস্পতিবার (২০ অক্টোবর) পশ্চিম কার্বি আংলং জেলা থেকে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফস্পা প্রত্যাহার করল অসম সরকার। এই বিশেষ আইনের অধীনে এই জেলাকে এর আগে ‘অশান্ত এলাকা’ বলে ঘোষণা করা হয়েছিল। এদিন, ওই জেলার পরিস্থিতির “যথেষ্ট উন্নতি হয়েছে” বলে জানিয়েছে সরকার। তবে, অসমের আটটি জেলা এবং একটি মহকুমায় আফস্পা আইনের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আদেশ গত ১ অক্টোবর থেকেই কার্যকর করা হয়েছে। রাজ্যপালের সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাম্প্রতিক অতীতে অসমের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রাজ্যের পশ্চিম কার্বি আংলং জেলায় পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।” যে জেলাগুলি এখনও “অশান্ত এলাকা” হিসাবে থেকে গেল, সেগুলি হল – তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং এবং ডিমা হাসাও। বরাক উপত্যকার কাছাড় জেলার লখিপুর মহকুমাতেও আফস্পা বহাল রাখা হয়েছে।

১৯৯০ সালের ২৭ নভেম্বর অসমকে অশান্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল। গোটা রাজ্যকেই আফস্পার আওতায় আনা হয়েছিল। তারপর থেকে প্রতি ছয় অন্তর রাজ্য সরকারের পরিস্থিতি পর্যালোচনা করে এই আইন বহালের মেয়াদ বাড়িয়েছে। কোনও ‘অশান্ত এলাকায়’ জনশৃঙ্খলা বজায় রাখার জন্য, নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয় আফস্পা। এই আউনের ক্ষমতা বলে নিরাপত্তা বাহিনীকে যেকোনও জায়গায় অভিযান করতে পারে এবং কোনও পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে। এমনকি, অভিযানে ভুল হলেও, এই আইন নিরাপত্তা বাহিনীকে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত রক্ষাকবচ দেয়।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আফস্পা একটি অত্যন্ত বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীদের দাবি, এই আইন নিরাপত্তা কর্মীদের বাড়াবাড়ি করার অধিকার দেয়। আফস্পার ক্ষমতাবলে সশস্ত্র বাহিনী মানবাধিকার নিয়মিত লঙ্ঘন করে বলে দাবি করে, তাঁরা সমগ্র উত্তর পূর্ব ভারত থেকে এই আইন প্রত্যাহারের দাবি করেছেন। ২০২১ সালের ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মোন জেলায় অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪ জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল। এরপর এই আইনটি বাতিলের দাবি আরও জোরালো হয়েছে।

চলতি বছরের ১ এপ্রিল, ভারত সরকার দেশের মোট ২৩টি জেলা থেকে আফস্পা সম্পূর্ণ প্রত্যাহার করেছিল। অসমের একটি জেলা থেকে এই আইন আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছিল।

Next Article