Rahul Gandhi: সাংসদ পদ ফিরতেই সংসদীয় প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতেও জায়গা পেলেন রাহুল গান্ধী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 17, 2023 | 7:29 AM

Parliamentary Standing Committee on Defence: বুধবার লোকসভার বুলেটিনে জানানো হয়, রাহুল গান্ধীকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে মনোনীত করা হয়েছে। মার্চ মাসে সাংসদ পদ খোয়ানোর আগে অবধি এই কমিটির সদস্য ছিলেন রাহুল।

Rahul Gandhi: সাংসদ পদ ফিরতেই সংসদীয় প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতেও জায়গা পেলেন রাহুল গান্ধী
রাহুল গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম রায়ের জেরে ফিরে পেয়েছেন সাংসদ পদ (MP Post)। এবার সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতেও খোয়ানো স্থান ফিরে পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীকে সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে (Parliamentary Standing Committee on Defence) মনোনীত করা হল। লোকসভা বুলেটিন মারফত এই তথ্য জানা গিয়েছে।

মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা দিয়েছিল সুরাট আদালত। এর জেরে জনপ্রতিনিধি আইন মেনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। সেই সাজার উপরই সম্প্রতি স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের রায়ের পরই খোয়ানো সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী। সংসদের বাদল অধিবেশনের শেষ কয়েকদিন অধিবেশনেও গিয়েছিলেন কংগ্রেস নেতা।

বুধবার লোকসভার বুলেটিনে জানানো হয়, রাহুল গান্ধীকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে মনোনীত করা হয়েছে। মার্চ মাসে সাংসদ পদ খোয়ানোর আগে অবধি এই কমিটির সদস্য ছিলেন রাহুল। তার পাশাপাশি কংগ্রেস সাংসদ অমর সিংয়ের নামও কমিটির জন্য মনোনীত করা হয়েছে।

লোকসভা বুলেটিনে জানা গিয়েছে, আম আদমি পার্টির লোকসভা সাংসদ সুশীল কুমার রিঙ্কুকে কৃষি স্ট্যান্ডিং কমিটি, প্রাণী সম্পদ ও ফুড প্রসেসিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য় হিসাবে মনোনীত করা হয়েছে। এনসিপির লোকসভা সাংসদ ফইজল পি পি মহম্মদকেও গ্রাহক, খাদ্য ও জনবন্টন কমিটির সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

Next Article