ফাইজ়ারের পর এবার ছাড়পত্র চাইল সেরামও, ট্রায়াল চলছে শেষ পর্যায়ে

Dec 07, 2020 | 11:49 AM

এ নিয়ে ভারতে দ্বিতীয় কোন সংস্থা ছাড়পত্র চেয়ে আবেদন জানাল। ফাইজ়ার ভারতে কোনও ট্রায়াল ছাড়াই আবেদন জানানোয় বিতর্ক শুরু হয়েছে।

ফাইজ়ারের পর এবার ছাড়পত্র চাইল সেরামও, ট্রায়াল চলছে শেষ পর্যায়ে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ফাইজ়ারের পর এবার সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কেন্দ্রের কাছে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের ছাড়পত্র চাইল বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয় ও ব্রিটিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজে়নেকার যৌথ উদ্যোগে তৈরি টিকা কোভিশিল্ড ইতিমধ্যে দুটি পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে। শেষ পর্যায়ে চলছে ট্রায়াল। সূত্রে খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া-র কাছে জরুরি ভিত্তিতে টিটাকরণের আবেদন জানিয়েছে সেরাম ইনস্টিটিউট-ও।

এ নিয়ে ভারতে দ্বিতীয় কোন সংস্থা ছাড়পত্র চেয়ে আবেদন জানাল। ফাইজ়ার ভারতে কোনও ট্রায়াল ছাড়াই আবেদন জানানোয় বিতর্ক শুরু হয়েছে। কিন্তু কোভিশিল্ড প্রতিষেধক অনেক বেশি নিরাপদ এবং পরীক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেন, ব্রাজিল ছাড়াও ভারতে বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবকদের কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে। দুই পর্যায়ের ফল যথেষ্ট আশাব্যঞ্জক হয়েছে বলে দাবি সেরাম সংস্থার।

গত সপ্তাহে চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবকের কোভিশিল্ড প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হয়। তবে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে বন্ধ করা হচ্ছে না ক্লিনিক্যাল ট্রায়াল। সেরাম জানিয়েছে, তাদের এই প্রতিষেধক নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। অন্য দিকে ব্রিটিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজ়েনেকার দাবি, ব্রিটেন ও ব্রাজিলে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পর দেখা গিয়েছে ৭০ শতাংশ কার্যকারী এই প্রতিষেধক। তবে, প্রথম ডোজ় দেওয়ার পর ৯০ শতাংশ সাফল্য পেয়েছে কোভিশিল্ড।

আরও পড়ুন- প্রতিষেধক নেওয়ার পরও আক্রান্ত মন্ত্রী; বললেন, সব নিয়ম মেনেছি

ফাইজ়ারের কোনও ট্রায়াল হয়নি ভারতে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মার্কিন টিকা ফাইজ়ারের দাম অন্যান্য প্রতিষেধকের তুলনায় বেশি এবং রক্ষণাবেক্ষণও জটিল। মাইনাস ৭০ ডিগ্রি সেলিসিয়াসে ফাইজার সংরক্ষণ করার মতো পরিকাঠামো আদৌ দেশে আছে কিনা প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইজ়ারের থেকে কোভিশিল্ড ভারতীয় পরিবেশে অনেক বেশি কার্যকর হতে পারে।

Next Article