Gaganayan Pilot: গগনযানের মহাকাশচারীই তাঁর স্বামী, প্রধানমন্ত্রীর ঘোষণার পর গোপন কথা প্রকাশ করলেন অভিনেত্রী

Feb 28, 2024 | 1:05 PM

Gaganayan Mission Pilot: নাম প্রকাশ্যে আনার ক্ষেত্রে কিছু প্রোটোকল ছিল। তাই এতদিন কিছু জানাননি। প্রধানমন্ত্রী যখন তাঁর স্বামীর নাম ঘোষণা করলেন সেই মুহূর্তটাকে ঐতিহাসিক ও গর্বের বলে ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানেই তাঁদের বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।

Gaganayan Pilot: গগনযানের মহাকাশচারীই তাঁর স্বামী, প্রধানমন্ত্রীর ঘোষণার পর গোপন কথা প্রকাশ করলেন অভিনেত্রী
অভিনেত্রী লীনা ও তাঁর স্বামী, এয়ার ফোর্স পাইলট প্রশান্ত নায়ার
Image Credit source: instagram

Follow Us

তিরুঅনন্তপুরম: গগনযানে কোন কোন মহাকাশচারী মহাকাশে পাড়ি দেবেন, সম্প্রতি তাঁদের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীর নাম ও ছবি প্রকাশ্যে এনে চমক দিলেন অভিনেত্রী লীনা। চার মহাকাশচারীর মধ্য়েই রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। তাঁর সঙ্গেই লীনার বিয়ে হয়েছে সম্প্রতি। প্রায় দেড় মাস হয়ে গেলেও স্বামীর নাম প্রকাশ করেননি এতদিন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই অভিনেত্রী জানালেন, এই ঘোষণার জন্যই অপেক্ষা করছিলেন তিনি। ইসরো চেয়ারম্যান কে সোমনাথের সঙ্গেও দম্পতির ছবি প্রকাশ্যে এসেছে।

মালয়ালম অভিনেত্রী লীনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন স্বামী প্রশান্ত নায়ারের সঙ্গে ছবি। পোস্টে তিনি জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। তবে এই ঘোষণার আগে কথাটা সবাইকে জানাতে চাননি। কারণ নাম প্রকাশ্যে আনার ক্ষেত্রে কিছু প্রোটোকল ছিল। প্রধানমন্ত্রী যখন তাঁর স্বামীর নাম ঘোষণা করলেন সেই মুহূর্তটাকে ঐতিহাসিক ও গর্বের বলে ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানেই তাঁদের বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু নায়ার পরিবারের জন্যই নয়, কেরলের জন্যও এই ঘোষণা অত্যন্ত গর্বের বলে উল্লেখ করলেন অভিনেত্রী। এয়ার ফোর্সের ফাইটার পাইলট প্রশান্ত নায়ার কেরলের পালাক্কাড়ের নেনমারের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রশান্ত নায়ার ছাড়াও যাঁদের এই মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁরা হলে গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, অজিক কৃষ্ণন ও উইং কমান্ডার শুভাংশু শুক্লা।

Next Article