Himachal Pradesh update: সরকার টিকবে কতক্ষণ? বিদ্রোহ থামাতে ইস্তফার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Feb 28, 2024 | 1:54 PM

Himachal Pradesh update: আরও এক রাজ্যে 'অপারেশন কমল'? ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস? মঙ্গলবার থেকেই নড়বড় করতে শুরু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর চেয়ার। বুধবার (২৮ ফেব্রুয়ারি), কংগ্রেসের সমস্যা আরও বেড়েছে। ইস্তফা দিয়েছেন এক প্রভাবশালী মন্ত্রীও। শোনা যাচ্ছে সুখু সরকারের পতন স্রেফ সময়ের অপেক্ষা। এই সংক্রান্ত সকল খবরের আপডেট পান এখানে -

Himachal Pradesh update: সরকার টিকবে কতক্ষণ? বিদ্রোহ থামাতে ইস্তফার প্রস্তাব মুখ্যমন্ত্রীর
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু
Image Credit source: PTI

Follow Us

সিমলা: আরও এক রাজ্যে ‘অপারেশন কমল’? ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস? মঙ্গলবার থেকেই নড়বড় করতে শুরু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর চেয়ার। রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজ্যে এলোমেলো হয়ে গিয়েছে রাজনৈতিক স্থিতাবস্থা। রাজ্যের ৭৮ বিধায়কের মধ্যে ৪০ জনই ছিলেন কংগ্রেসের। রাজ্যসভার নির্বাচনের ফলাফলে স্পষ্ট, ৬ জন বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছেন। ভোটের পর থেকেই আবার এই বিধায়করা উধাও হয়ে গিয়েছিলেন। হরিয়ানার পঞ্চকুলার এক সরকারি রেস্টহাউসে উঠেছিলেন তাঁরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি), কংগ্রেসের সমস্যা আরও বেড়েছে। ইস্তফা দিয়েছেন এক প্রভাবশালী মন্ত্রীও। শোনা যাচ্ছে সুখু সরকারের পতন স্রেফ সময়ের অপেক্ষা। এই সংক্রান্ত সকল খবরের আপডেট পান এখানে –

  1. সুখবিন্দর সিং সুখু জানালেন, “ইস্তফা দিচ্ছি না। কেউ আমাকে ইস্তফা দিতে বলেনি। শেষ পর্যন্ত লড়ে যাব।”
  2. এরইমধ্যে, হিমাচল বিধানসভায় বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর, বেশ কয়েকজন বিজেপি বিধায়কদের নিয়ে সিমলার রাজভবনে গিয়ে রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লর সঙ্গে দেখা করেন।
  3. এদিকে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া কংগ্রেস বিধায়করা বুধবার হিমাচল প্রদেশ বিধানসভায় এসেছেন। তাদেরকে ঘিরে তীব্র বিশৃঙ্খলার পর, বিধানসভা অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করে দিতে হয়। পরে, ১৫ জন বিজেপি বিধায়ককে বরখাস্ত করা হয়।
  4. হিমাচল প্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতা হরিশ রাওয়াত বলেছেন, “কংগ্রেস কর্মীরা, নেতারা, ওয়াইএস পারমার এবং বীরভদ্র সিং-এর মতো দুই মহান নেতার উত্তরাধিকার বহন করছেন৷ আমরা বর্তমান সংকট কাটিয়ে উঠব৷ এবং ঐক্যবদ্ধভাবে সরকার চালাব।”
  5. সমস্যা মেটাতে সিমলায় এলেন কংগ্রেসের বিশিষ্ট নেতা ভূপিন্দর সিং হুডা এবং ডিকে শিবকুমার।
  6. দুপুর ২টোর পর কংগ্রেসের সংসদীয় দল এক বৈঠকে বসবে বলে শোনা যাচ্ছে। সেখানে, নেতৃত্ব-সহ বিভিন্ন অসন্তোষের বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে।
  7. সূত্রের খবর এরই মধ্যে দলের হাইকমান্ডের কাছে ইস্তফা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু। তাঁর প্রস্তাব হাইকমান্ড বিবেচনা করে দেখছে।
  8. সংকটের সময় রাজ্যে দলীয় সরকারকে রক্ষার দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে ইতিমধ্য়েই রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি। বিক্রমাদিত্য সিং-সহ বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সুখবিন্দর সুখু এবং রাজীব শুক্লর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
  9. ৬ বিধায়কের বিদ্রোহের মধ্যে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা বিক্রমাদিত্য সিং। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে। বিক্রমাদিত্য সিং বলেছেন, দলের বিধায়কদের মতামত উপেক্ষা করা হচ্ছে। তাই তিনি ইস্তফা দিচ্ছেন।

 

Next Article