Rajiv Gandhi Assassination: হৃদরোগে মৃত্যু রাজীব গান্ধী হত্যা মামলায় দোষীসাব্যস্ত সান্থনের

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: সঞ্জয় পাইকার

Feb 28, 2024 | 9:41 PM

Rajiv Gandhi Assassination: অব্যাহতি পাওয়ার পর একটি স্পেশাল ক্যাম্পে ছিলেন সান্থন। বিদেশি নাগরিকদের রাখার রীতি মেনেই তাঁকে ওই ক্যাম্পে রাখা হয়েছিল। সম্প্রতি তামিলনাড়ু সরকার মাদ্রাস হাইকোর্টে জানায় যে, শ্রীলঙ্কা সরকার সান্থনকে দেশে ফেরার জন্য ট্রাভেল ডকুমেন্ট দিতে চেয়েছে।

Rajiv Gandhi Assassination: হৃদরোগে মৃত্যু রাজীব গান্ধী হত্যা মামলায় দোষীসাব্যস্ত সান্থনের
সান্থন

Follow Us

নয়া দিল্লি: রাজীব গান্ধী হত্যা মামলার অন্যতম অভিযুক্তের মৃত্যু হাসপাতালে। টি সুথেন্দ্ররাজন ওরফে সান্থন নামে ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল রাজীব গান্ধী হত্যা মামলায়। পরে মুক্তি পেয়ে যান তিনি। বুধবার চেন্নাই হাসপাতালে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সান্থন ছিলেন শ্রীলঙ্কার নাগরিক। দিন কয়েক আগে তাঁকে ভর্তি করা হয়েছিল রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। সকাল ৭টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই খবর জানিয়েছেন চিকিৎসক ড. ভি থেরানিরাজন।

চিকিৎসক জানিয়েছেন, লিভার ফেলিওর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই ব্যক্তিকে। বুধবার ভোর ৪টে নাগাদ হার্ট অ্যাটাক হয় তাঁর। সিপিআর-এর মাধ্যমে একটু সুস্থ হলেও ৭টা ৫০ মিনিটে মৃত্যু হয় তাঁর।

১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় যে তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে ছিলেন সান্থন। বাকিরা ছিলেন মুরুগান ও পেরারিভালান। পরে তিনজনই অব্যাহতি পেয়ে যান ২০২২ সালে নভেম্বর মাসে।

অব্যাহতি পাওয়ার পর একটি স্পেশাল ক্যাম্পে ছিলেন সান্থন। বিদেশি নাগরিকদের রাখার রীতি মেনেই তাঁকে ওই ক্যাম্পে রাখা হয়েছিল। সম্প্রতি তামিলনাড়ু সরকার মাদ্রাস হাইকোর্টে জানায় যে, শ্রীলঙ্কা সরকার সান্থনকে দেশে ফেরার জন্য ট্রাভেল ডকুমেন্ট দিতে চেয়েছে।

১৯৯১ সালে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় রাজীব গান্ধীর। সেই হামলা চালায় টাইগারস অব তামিল ইলাম (LTTE)। সিবিআই-এর দাবি, সেই সংগঠনেরই সদস্য ছিলেন সান্থন।

Next Article