Mukhtar Ansari: রাহুলের পর সাংসদ পদ খোয়াতে চলেছেন আরও এক সাংসদ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 30, 2023 | 12:42 PM

MP Disqualification: জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও সাংসদ বা বিধায়ক যদি কোনও অপরাধে ২ বছর বা তার বেশি বছরের সাজা পান, তবে তিনি সাংসদ বা বিধায়ক পদ খোয়াবেন। সম্প্রতিই কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই আইনেই তাঁর সাংসদ পদ খুইয়েছেন।

Mukhtar Ansari: রাহুলের পর সাংসদ পদ খোয়াতে চলেছেন আরও এক সাংসদ
মুখতার আনসারি।

Follow Us

নয়া দিল্লি: মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরই সাংসদ পদ খুইয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই রায়ের উপরে স্থগিতাদেশ জারি করার জন্য বিভিন্ন আদালতে ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। এবার রাহুল গান্ধীর পর সাংসদ পদ খোয়াতে চলেছেন আরও এক সাংসদ (MP)। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারিও (Mukhtar Ansari) এবার খোয়াবেন তাঁর সাংসদ পদ। শনিবারই উত্তর প্রদেশের (Uttar Pradesh) একটি আদালত অপহরণ ও খুনের মামলায় মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের সাজা দেয়। তাঁর ভাই তথা বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) সাংসদ আফজ়ল আনসারিকেও একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ৪ বছরের সাজা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের এমপি এমএলএ আদালতের তরফে মুখতার আনসারিকে ১০ বছরের কারাদণ্ড  ও৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। তাঁর ভাই আফজল আনসারিকে ৪ বছরের সাজা দেওয়া হয়েছে এবং ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে।

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও সাংসদ বা বিধায়ক যদি কোনও অপরাধে ২ বছর বা তার বেশি বছরের সাজা পান, তবে তিনি সাংসদ বা বিধায়ক পদ খোয়াবেন। সম্প্রতিই কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই আইনেই তাঁর সাংসদ পদ খুইয়েছেন। ২০১৯  সালে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই গত মার্চ মাসে সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং ২ বছরের সাজা দেয়।

Next Article