Vande Bharat Express: বন্দে ভারতে হামলায় ৫ বছরের জেল! রেলের ঘোষণার পরই ফের হামলা, ভাঙল জানালার কাঁচ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 30, 2023 | 7:06 AM

Stone Pelting at Vande Bharat Express: লাগাতার একের পর এক রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার পরই মঙ্গলবার দক্ষিণ-মধ্য় রেলওয়ের তরফে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয় যে তারা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মতো সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যেন যুক্ত না হন।

Vande Bharat Express: বন্দে ভারতে হামলায় ৫ বছরের জেল! রেলের ঘোষণার পরই ফের হামলা, ভাঙল জানালার কাঁচ
ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের কাঁচ।

Follow Us

চেন্নাই: উদ্বোধনের পর থেকেই বারংবার আক্রমণের মুখে পড়ছে প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। লাগাতার ট্রেনে হামলা, পাথর ছোড়ার মতো ঘটনা আটকাতে মঙ্গলবারই দক্ষিণ মধ্য রেলওয়ের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে বন্দে ভারত বা অন্য কোনও ট্রেনে পাথর ছুড়লে অভিযুক্তের পাঁচ বছরের সাজা হতে পারে। কিন্তু তাতেও কিছু যায়-আসল না। রেলের হুঁশিয়ারির পরেরদিনই ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস। এবার তামিলনাড়ু(Tamil Nadu)-তে বন্দে ভারতের উপরে পাথর ছোড়া (Stone Pelting) হল। পাথরের আঘাতে ট্রেনের কাঁচ ভেঙে যায়। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে মাইসোর যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলা চলে। পুদুরের কাছে ট্রেনের কর্মীরা দেখতে পান, একটি কামরার জানালার কাঁচ ভাঙা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশও সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম গুবেন্দ্রন (২১)। তামিলনাড়ুর থিরুমানজোলাই অঞ্চলের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়েন তিনি। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রেললাইনের ধারে বসে মদ্যপান করছিলেন গুবেন্দ্রন। সেই সময় ওখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসটি যাচ্ছিল। আচমকাই বিনা কারণে ট্রেন লক্ষ্য় করে পাথর ছোড়েন গুবেন্দ্রন। পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, লাগাতার একের পর এক রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার পরই মঙ্গলবার দক্ষিণ-মধ্য় রেলওয়ের তরফে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয় যে তারা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মতো সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যেন যুক্ত না হন। অপরাধীদের পাঁচ বছর অবধি জেলের সাজা দেওয়া হবে।

২০১৯ সাল থেকে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস বিগত এক বছরে একাধিক রাজ্যে আক্রমণের মুখে পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তেলঙ্গানা, বিহার, উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, অন্ধ্র প্রদেশ, গুজরাটে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে. রাজ্যেই কমপক্ষে তিন থেকে পাঁচ বার বন্দে ভারতে হামলা চালানো হয়েছে।

Next Article