ISIS Terrorist Arrested: যোগী রাজ্যে NIA-র হাতে গ্রেফতার কুখ্যাত আইসিস জঙ্গি, ভারত-নেপাল সীমান্তে জারি অ্যালার্ট

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 21, 2022 | 4:26 PM

Uttar Pradesh: ওই এসএসবি আধিকারিক জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে যাতায়াতাকারী প্রত্যেকের ওপর নজর রাখছেন সেখানে মোতায়েন জওয়ানরা।

ISIS Terrorist Arrested: যোগী রাজ্যে NIA-র হাতে গ্রেফতার কুখ্যাত আইসিস জঙ্গি, ভারত-নেপাল সীমান্তে জারি অ্যালার্ট
ছবি: ফাইল চিত্র

Follow Us

মহারাজগঞ্জ: ভারত-নেপাল সীমান্তে (Indo-Nepal Border) অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সংসদীয় এলাকা বারাণসী থেকে সন্দেহভাজন আইসিস জঙ্গির গ্রেফতারির পরই বুধবার সীমান্তে অ্যালার্ট জারি করা হয়েছে, উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সশস্ত্র সীমা বল বা এসএসবির অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ললিত মোহন ডোভাল এই প্রসঙ্গে বলেন, শুক্রবার উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনাউলি সীমান্তে বাহিনীকে সতর্ক করা হয়েছে।

ওই এসএসবি আধিকারিক জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে যাতায়াতাকারী প্রত্যেকের ওপর নজর রাখছেন সেখানে মোতায়েন জওয়ানরা। ডোভাল জানিয়েছেন, ভাল করে যাচাই ও বিস্তারিত তদন্তের পরই ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ভগবানপুর, শ্যামকোট, ডান্ডা হেড, খানুয়া, হরদিডালি, সুন্দি, মুদিলা, চন্ডিথান ও সম্পতিহা গ্রামগুলির মূল সংযোগকারী সড়কের ওপর কড়া নজরদারি চালাচ্ছেন এসএসবি জওয়ানরা। যে কোনও সন্দেহজনক ব্যক্তিকে চোখে পড়লেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তাদের সীমান্ত অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে।

আরও এক আধিকারিক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও সীমান্ত এলাকাতে রয়েছেন এবং এসএসবির ২২ ও ৬৬ তম ব্যাটিলিয়ন ওই এলাকায় নজরদারি শুরু করেছে। বুধবার উত্তর প্রদেশ ও দিল্লি দুটি এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসের ‘ভয়েস অফ হিন্দ’ মডিউলের একজন কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃত জঙ্গির নাম বসিত কালাম সিদ্দিকি এবং সে উত্তর প্রদেশের বারণসীর বাসিন্দা। তাঁকে জঙ্গি সংগঠনে নিয়োগ এবং সন্ত্রাসবাদের প্রচারের কারণে গ্রেফতার করেছে এনআইএ।

Next Article