দেশের অন্দরেই লুকিয়ে শত্রুরা! এই ব্যবসায়ীই পাকিস্তানকে বিক্রি করছিল সীমান্তের সব স্ট্রাটেজি
Pakistani Spy: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ ছিল শাহজাদের। তাদের হয়েই গুপ্তচরবৃত্তির কাজ করত শাহজাদ। গত কয়েকবছর ধরে বেশ কয়েকবার গিয়েছিল পাকিস্তানে।

লখনউ: দেশের অন্দরেই লুকিয়ে শত্রুরা। ভারতের মাটিতে বসেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল এরা। ইউটিউবার জ্যোতি মালহোত্রার পর এবার গ্রেফতার এক ব্যবসায়ী। উত্তর প্রদেশের রামপুর থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তিও পাকিস্তানে গোপন তথ্য পাঠাতেন। এমনকী সীমান্ত পার করে পাকিস্তানেও গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম শাহজাদ। সীমান্তে চোরাচালান ও গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে রবিবার মোরাদাবাদ থেকে গ্রেফতার করেছে। এসটিএফ বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সীমান্তের সুরক্ষা নিয়ে গোপন তথ্য পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পাচার করছিল শাহজাদ।
জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ ছিল শাহজাদের। তাদের হয়েই গুপ্তচরবৃত্তির কাজ করত শাহজাদ। উত্তর প্রদেশের রামপুরের বাসিন্দা শাহজাদ গত কয়েকবছর ধরে বেশ কয়েকবার গিয়েছিল পাকিস্তানে। সীমান্তে কসমেটিক্স, মশলা, কাপড়সহ বেশি কিছু জিনিস চোরাইচালান করত শাহজাদ। এই চোরাচালান আসলে গুপ্তচরবৃত্তিকে আড়াল করার উপায় ছিল মাত্র।
সূত্রের খবর, আইএসআইয়ের বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে শাহজাদের সম্পর্ক ছিল। তাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। ভারতের টাকা ও সিম কার্ড জোগাড় করে দিত আইএসআই এজেন্টদের। দেশের নিরাপত্তা বিষয়ক বেশ কিছু তথ্য সেই এজেন্টদের দিয়েছিল শাহজাদ। তাঁর বিরুদ্ধে ১৪৮ ও ১৫২ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
এসটিএফের আরও দাবি, শাহজাদ রামপুর ও উত্তর প্রদেশের অন্যান্য অংশ থেকে সাধারণ মানুষদের পাকিস্তানে পাঠাত আইএসআই-র হয়ে কাজ করার জন্য।

